গোষ্ঠী দ্বন্ধের জেরে প্রাণ হারালো শিশু রাজ্য January 19, 2018 গতকাল দক্ষিন ২৪ পরগনার বাসন্তীতে তৃণমূলের গোষ্ঠী দ্বন্ধের জেরে অগ্নিগর্ভ পরিস্থিতির সৃষ্টি হয়েছিল চলেছিল গোলাগুলি সাথে বোমা বাজি। চাঞ্চল্যকর পরিস্থিতিতে নিহত হয় এক স্কুল পড়ুয়া এছাড়াও আহত হন এক পুলিশ কর্মী সহ ৭ জন। স্থানীয় সুত্রে খবর বাসন্তী থানর চড়াবিদ্যা গ্রাম পঞ্চায়েতের হেঁতালখালি গ্রামে আদিবাসীরা একটা মেলার আয়োজন করেছিল , মেলায় যুক্ত ছিলেন তৃণমূল বিধায়ক জয়ন্ত নস্করের অনুগামীরা । স্থানীয়দের অভিযোগ বৃহস্পতিবার ১২ টা নাগাদ ৩০-৩৫ জন যুব তৃনমূলের সদস্য মেলায় ঢুকে বোমাবাজি করতে শুরু করে সাথে গুলিও চালাতে থাকে। ঠিক সেই সময়েই হেঁতালখালি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেনির এক ছাত্র। তার নাম রিয়াজুল মোল্লা, বয়স ৯। গন্ডোগোল চলাকালীন হঠাৎই তার বুকে গুলি লাগে। ক্যানিং হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হলে ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষনা করে। পরিস্থিতি জটিল হতে থাকে। পরিস্থিতি সামলাতে এসে আহত হন এক পুলিশকর্মী। অন্যদিকে যুব তৃণমূল সমর্থকরা এই অভিযোগ অস্বীকার করেন। যুব তৃণমূল সভাপতি আমানুল্লা লস্কর দাবী যে যুব তৃণমূলের নামে যে অভিযোগ করা হচ্ছে তা পুরোপুরি মিথ্যা। তিনি আরও জানান যে যুব সমর্থকদের বাড়ির শিশুই খুন হয়েছে। তাঁর অভিযোগ ঘটনায় জয়ন্ত লস্করের লোকজনই জড়িত। যদিও এ বিষয়ে তৃণমূলের বিধায়ক জয়ন্ত বাবু কোনও মন্তব্য করতে চাননি। আপনার মতামত জানান -