এখন পড়ছেন
হোম > জাতীয় >  “সীমা লঙ্ঘন মমতার” অবশেষে আসল ফর্মে খেলা শুরু রাজ্যপালের! কাঁপছে নবান্ন!

 “সীমা লঙ্ঘন মমতার” অবশেষে আসল ফর্মে খেলা শুরু রাজ্যপালের! কাঁপছে নবান্ন!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- অবশেষে আসল খেলাটা শুরু করে দিলেন রাজ্যপাল। তার ভূমিকায় এতদিন খুব একটা সন্তুষ্ট ছিল না বিরোধীরা। এমনকি রাজ্যের যারা তৃণমূল সরকারের ওপর বিরক্ত, তারাও এই রাজ্যপালের একের পর এক মন্তব্য দেখছিলেন। কিন্তু তার তৃণমূল সরকারের বিরুদ্ধে তেমন কোনো পদক্ষেপ গ্রহণ না করার প্রবণতা সকলকে হতাশ করে দিয়েছিল। তবে এবার রাজ্যপালকে যখন লাগাতার বেনজির আক্রমণ করতে শুরু করেছে তৃণমূলের নেতা-মন্ত্রীরা, ঠিক তখনই বড় পদক্ষেপ গ্রহণ করলেন সি ভি আনন্দ বোস।

সূত্রের খবর, এদিন দিল্লিতে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের সঙ্গে বৈঠক করেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল। আর তারপরেই রাজভবনের পক্ষ থেকে বড় বিবৃতি জারি করা হয়। রাজ্যপাল বলেন, “সমস্ত সীমাকে লংঘন করে ফেলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।” পাশাপাশি দ্রুত মন্ত্রিসভার বৈঠক ডেকে পশ্চিমবঙ্গের অর্থনৈতিক ব্যবস্থা নিয়ে শ্বেতপত্র প্রকাশের দাবিও জানান বাংলার সাংবিধানিক প্রধান। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে, রাজ্যের সঙ্গে রাজ্যপালের যে সংঘাত তৈরি হয়েছে, এই পরিস্থিতিতে এবার চরম মাস্টার স্ট্রোক দিতে চলেছেন সিভি আনন্দ বোস।

এতদিন সবকিছু মুখ বুজে সহ্য করেছিলেন তিনি। কিন্তু এবার আসল খেলাটা শুরু করে দিলেন রাজ্যপাল। অনেকে বলছেন, রাজ্যপাল হিসেবে দায়িত্ব নেওয়ার পরে এই প্রথম তৃণমূল সরকারের বিরুদ্ধে যে পদক্ষেপ সি ভি আনন্দ বোস নিতে যাচ্ছেন, তার ফল কিন্তু মারাত্মক হতে পারে। তাই গোটা পরিস্থিতির দিকে নজর রাখার পাশাপাশি নবান্নে রীতিমত কাঁপুনি ধরতে শুরু করেছে। দিনের শেষে তেমনটাই বলছেন রাজনৈতিক সমালোচকরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!