এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > মমতাকে ভোটের পরে কি বার্তা দিলেন দিলীপ ঘোষ, জেনে নিন

মমতাকে ভোটের পরে কি বার্তা দিলেন দিলীপ ঘোষ, জেনে নিন


এবারের লোকসভা নির্বাচনে বিজেপির টার্গেট ছিল বাংলা। আর তাইতো বাংলার 42 টি লোকসভা আসনের মধ্যে বিপুলসংখ্যক আসন নিজেদের দখলে রাখার আশা প্রকাশ করেছিলেন তারা। শেষ পর্যন্ত নিজেদের আশা প্রত্যাশা অনুযায়ী বেশিরভাগ এক্সিট পোলকে সত্যি করেই বাংলার 42 টি লোকসভা আসনের মধ্যে 18 টা লোকসভা আসন দখল করল গেরুয়া শিবির। যা রাজ্যের শাসক দল তৃণমূলের কাছে অত্যন্ত চাপের হয়ে গেল বলে মত বিশেষজ্ঞ মহলের একাংশের।

বস্তুত, এবার তৃণমূল রাজ্যের 42 টি লোকসভা কেন্দ্রের মধ্যে 42 টি লোকসভা কেন্দ্র দখলের কথা বললেও বাস্তবে তারা মোটে 22 টি আসন দখল করেছে। আর ফল ঘোষণার পর থেকে তৃণমূল কর্মীরা যেমন অনেকটাই হতাশ হয়ে গিয়েছেন, ঠিক তেমনই এই প্রথম ফল ঘোষণার পর প্রকাশ্যে মুখ খুলতে দেখা যায়নি তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। আর এবার নিজেদের সাংসদ সংখ্যা বাড়িয়ে রাজ্যের শাসক দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে কড়া ভাষায় খোঁচা দিলেন বিজেপি রাজ্য সভাপতি তথা মেদিনীপুরের বিজেপি সাংসদ দিলীপ ঘোষ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, “দিদিকে আমি আর কি বলব! আমাদের সর্বভারতীয় সভাপতি দিদির নাম করছেন। দিদি শান্ত থাকুন। নিজেকে শান্ত রাখতে নতুন করে চিন্তা করুন। দরকার হলে উনি হরিদ্বারে ঘুরে আসুন।” এদিকে নির্বাচনের ফল প্রকাশের আগে থেকেই রাজ্যের শাসক দলের অনেক নেতা, মন্ত্রী, বিধায়করা তাদের সঙ্গে যোগাযোগ রাখছে বলে বিজেপির পক্ষ থেকে দাবি করা হলে নির্বাচনে বিজেপি আশাপ্রদ ফল করায় তৃণমূলের অনেকেই কি এবার বিজেপিতে যোগ দেবেন?

এদিন এই প্রশ্নের উত্তরে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন দিলীপ ঘোষ। তিনি বলেন, “দেখুন না, কয়জন আসেন!” অন্যদিকে বাংলায় বিজেপির অভাবনীয় ফল প্রসঙ্গে এদিন হুগলির বিজেপি সাংসদ তথা রাজ্য বিজেপির মহিলা মোর্চার সভাপতি লকেট চট্টোপাধ্যায় বলেন, “মানুষের সঙ্গে যে বেইমানি উনি (মমতা) করেছেন, তার ফল পেয়েছেন। আগামী দিনে খুব তাড়াতাড়ি সরকারটা বদলে যাবে। মুখে বদলের কথা বলে বদলা নিয়েছেন। তার প্রতিবাদ মানুষ এবারে নির্বাচনে জানিয়েছে।”

অন্যদিকে ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিংহ বলেন, “মমতার বিরুদ্ধে মানুষ এবার ভোট দিয়েছে। এবারের নির্বাচনে মোদি সুনামি চলেছে।” রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, নির্বাচনে লড়াই করার আগে বরাবরই বাংলায় গণতন্ত্র নেই বলে দাবি করেছিল বিজেপি।

ভোটের ফল প্রকাশের পর সেই বিজেপির প্রতিই রাজ্যে সিংহভাগ মানুষ আস্থা রাখায় গণতন্ত্র প্রহসনে পরিণত হয়েছে রাজ্যের শাসক দল তৃণমূলের আমলে বলে পাল্টা তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেই ফের খোঁচা দিলেন রাজ্য বিজেপির হেভিওয়েট নেতা নেত্রীরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!