এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > সব্বোনাশ, এই না হলে ভাইপো মডেল! ডায়মন্ডে কি একটাও ভোট পায়নি বিরোধীরা?

সব্বোনাশ, এই না হলে ভাইপো মডেল! ডায়মন্ডে কি একটাও ভোট পায়নি বিরোধীরা?


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-ডায়মন্ড হারবারে যে ভোটের নামে প্রহসন হয়েছে, তা স্পষ্ট। ভোটের দিন থেকেই সেই অভিযোগ করেছেন সেখানকার বিজেপি প্রার্থী। বুথ দখল থেকে শুরু করে কারচুপি করা, সব জায়গায় অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। আর ফলাফলে যে ট্রেন্ড উঠে এলো এখনও পর্যন্ত, তাতে কিন্তু রাজ্যের মধ্যে লিডের নিরিখে বলা যায়, সব থেকে আগে এগিয়ে রয়েছে এই ডায়মন্ডহারবার। যেখানে প্রায় ২ লক্ষ ৩৬ হাজার ৬৭৪ ভোটে লিড করছেন তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায়।

আর এই ট্রেন্ড দেখেই বিরোধীরা কটাক্ষ করে বলছেন, এটাই তো ডায়মন্ড মডেল। এই লিড প্রমাণ করে দিচ্ছে যে, কিভাবে ভোট হয়েছে। প্রমাণ করে দিচ্ছে যে, ডায়মন্ডহারবারে সাধারণ মানুষ বিরোধীদের একটাও ভোট দেয়নি। বলা ভালো, তাদের ভোট দিতে দেওয়া হয়নি। সবকিছুই নিজেদের দখলে আনতে গিয়ে তৃণমূল নিজেরাই এই লিড করিয়ে বুঝিয়ে দিয়েছে, যেখানে গণতন্ত্র প্রহসনে পরিণত হয়। দিনের শেষে তেমনটাই বলছেন রাজনৈতিক সমালোচকরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!