প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট – সন্দেশখালি এক সময় রাজ্য রাজনীতির শিরোনামে উঠে এসেছিল। সেখানে যেভাবে তৃণমূলের সম্পদ বলে পরিচিত শেখ শাহজাহান অত্যাচার চালিয়েছিলেন, তা জেনে চমকে উঠেছিল গোটা রাজ্যবাসী। বর্তমানে সেই শেখ শাহজাহান জেলের ভেতরে রয়েছেন। আজ সেই সন্দেশখালির ন্যাজাটে গিয়ে এক সময় সেখানে যেভাবে তিনজন হিন্দুকে পিটিয়ে মারা হয়েছে, তার প্রতিবাদে একটি সভায় বক্তব্য রাখেন শুভেন্দু অধিকারী। যেখান থেকে তিনি আবার বুঝিয়ে দেন যে, যারা এই ঘটনার সঙ্গে জড়িত, তাদের করুন পরিণতি হতে চলেছে। আর শুভেন্দু অধিকারী যখন সন্দেশখালিতে সভায় বক্তব্য রাখছেন, ঠিক তখনই চমকে দেওয়া পদক্ষেপ নিলো সিবিআই। কিন্তু কি সেই পদক্ষেপ?

 

জানা গিয়েছে, এদিন শুভেন্দু অধিকারী যখন সন্দেশখালিতে বক্তব্য রাখছিলেন, তখনই দাউদপুরে এক মহিলার বয়ান নিতে পৌঁছে গেল সিবিআই আধিকারিকরা। মূলত, এই মহিলা বিজেপির কর্মী বলেই পরিচিত। এদিন তার কাছ থেকেই বয়ান নেওয়ার জন্য পৌঁছে যায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। তবে যে সময় তারা সেই মহিলার বাড়িতে যায়, সেই সময় তিনি তার বাড়িতে ছিলেন না। কারণ তখন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কর্মসূচিতে ছিলেন সেই মহিলা। পরবর্তীতে ফেরার পথে একটি গেস্ট হাউসে সেই মহিলার জন্য অপেক্ষা করছিলেন সিবিআই কর্তারা। আর সেখানেই বিজেপি কর্মী বলে পরিচিত সেই মহিলা শাহজাহানের অত্যাচার সহ বিস্তারিত ব্যাখ্যা এবং বিবরণ সিবিআইয়ের কাছে রেকর্ডের মাধ্যমে গোপন জবানবন্দী দিয়েছেন বলেই খবর। এখন এই ঘটনা সামনে আসার পরেই তৃণমূল বলতেই পারে যে, বিজেপি এবং শুভেন্দু অধিকারীর কথায় সিবিআই পরিচালিত হচ্ছে। কারণ শুভেন্দু অধিকারী যেদিন সন্দেশখালি গিয়েছেন, সেদিনই সেখানে পৌঁছে গিয়ে এক বিজেপি কর্মীর বয়ান রেকর্ড করেছে সিবিআই। তবে তৃণমূলের এই সমস্ত কথা এবং এই সমস্ত যুক্তিকে একেবারেই খাটে না, সেই ব্যাপারে পাল্টা দাবি করছে গেরুয়া শিবির।

 

বিজেপির ঘনিষ্ঠ মহলের দাবি, এতদিন ধরে সন্দেশখালিতে কি পরিমাণ অত্যাচার তৃণমূলের নেতারা এবং শেখ শাহজাহানের বাহিনী চালিয়েছে, তার তো সবটাই জানত তৃণমূল কংগ্রেস। কিন্তু তারপরেও তারা কেন সময় থাকতে পদক্ষেপ নেয়নি? গোটা রাজ্যজুড়ে অরাজকতা চলছে। ছোট ছোট সন্দেশখালি বিভিন্ন জায়গায় তৈরি হয়েছে। সন্দেশখালির মা-বোনেদের রাত্রিবেলা ডেকে পিঠে বানানোর যে কীর্তি, তাদের প্রতি যে অত্যাচার শেখ শাহাজাহান এবং তার লোকেরা করেছে, তা তো মহিলারা নিজেদের প্রতিবাদের মধ্যে দিয়েই জানিয়ে দিয়েছেন। সিবিআই নিজেদের তদন্তের অঙ্গ হিসেবেই এদিন সন্দেশখালিতে এসে এক মহিলার কাছ থেকে বয়ান রেকর্ড করেছেন। সবে তো খেলা শুরু হয়েছে। আগামী দিনে গোটা রাজ্য জুড়ে তৃণমূল যেভাবে মহিলাদের অসম্মান করছে, তাতে শেখ শাহজাহানের মত যারা ছোট, ছোট শাহজাহান হিসেবে এই কীর্তি করে বেড়াচ্ছেন, তাদের কপালে চরম দুঃখ অপেক্ষা করছে বলেই দাবি গেরুয়া শিবিরের।

 

পর্যবেক্ষকদের মতে, শেখ শাহজাহান জেলে রয়েছেন ঠিকই। কিন্তু এরকম আরও অনেকে এই সন্দেশখালিতে রয়েছেন, যাদের চরম শাস্তি পাওয়া দরকার। তবে সন্দেশখালির যারা সাধারণ মা-বোনেরা, তারা কোনোমতেই চাইছেন না যে, শেখ শাহাজাহান জেল থেকে মুক্তি পান। কারণ তিনি ফিরে এসে আবার চরম অত্যাচার করবেন বলে আশঙ্কা করছেন তারা। সেক্ষেত্রে পুলিশের ওপর এখন কেউ ভরসা রাখতে পারছে না। সকলেরই ভরসা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ওপর। আর তাই শুভেন্দু অধিকারী সভার দিনেই সিবিআইয়ের এই সন্দেশখালিতে পৌঁছে যাওয়া এবং এক বিজেপি মহিলা কর্মীর কাছ থেকে বয়ান রেকর্ড করা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এর ফলে আগামী দিনে এই বয়ানের মধ্যে দিয়ে যদি ভয়ংকর কিছু উঠে আসে শেখ শাহজাহানের অত্যাচার সম্পর্কে এবং তার বাহিনীর অত্যাচার নিয়ে এবং তার পরিপ্রেক্ষিতে যদি পদক্ষেপ গ্রহণ করে সিবিআই, তাহলে আরও বড় বিপদের মুখে পড়ে যাবে এই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস বলেই দাবি রাজনৈতিক পর্যবেক্ষকদের।