প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
মোদী রাজ্যে আসতেই কম্পন শুরু তৃণমূলে? সহসা রাজ্য সভাপতি সুব্রত বক্সী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে নবান্নে যান না। কিন্তু এবার হঠাৎ করেই তার নবান্নে গিয়ে নেত্রীর সঙ্গে সাক্ষাৎ তৃনমূলে তো বটেই, রাজনৈতিক মহলেও তৈরি করেছে জল্পনার পরিবেশ। প্রশ্ন উঠছে, কিসের এত তাড়া? তাহলে কি বড় কোনো সিদ্ধান্তের অপেক্ষা! আর সেই কারণেই এবার তড়িঘড়ি কালীঘাটের বাড়িতে না গিয়ে নবান্নে চলে গেলেন বক্সী সাহেব!
বলা বাহুল্য, ইতিমধ্যেই দীর্ঘ জল্পনা শেষে তৃণমূলের বিভিন্ন জেলার রদবদল সম্পন্ন হয়েছে। আর এবার ব্লক স্তর এবং শাখা সংগঠনে রদবদল হওয়ার অপেক্ষা। যে রদবদল আগামী ২০২৬ এর নির্বাচনকে সামনে রেখেই বলে মনে করছে বিশেষজ্ঞরা। আর সেই রদবদল এতটাই হয়ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, যে কারণে একেবারে নবান্নে পৌঁছে গেলেন সুব্রত বক্সী। জানা গিয়েছে, সবকিছু ঠিকঠাক থাকলে চলতি মাসের মধ্যেই তৃণমূলের ব্লক স্তরের রদবদল প্রক্রিয়াও সম্পন্ন হয়ে যেতে পারে।
সূত্রের খবর, বুধবার হঠাৎ করেই নবান্নে পৌঁছে যান তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী। যেখানে মুখ্যমন্ত্রীর ঘরে গিয়ে বেশ কিছুক্ষণ তার সঙ্গে কথা বলেন তিনি। আর এখানেই প্রশ্ন, সুব্রত বক্সী দল নিয়েই থাকেন। প্রশাসনের কাছে মাথা ঘামানোর অভ্যাস তার খুব একটা নেই। সেদিক থেকে তৃণমূলে কে কোন দায়িত্ব পাবে, তা নিয়ে একটা ঠান্ডা লড়াই চলছে বলে শোনা যায়। আর সেদিক থেকে ব্লক স্তরের সংগঠন ঢেলে সাজাতে এবং নিজের হাতে সমস্ত কতৃত্ব রাখতেই কি নেত্রীর কাছে সম্মতি নিতে তড়িঘড়ি নবান্নে পৌঁছে গেলেন সুব্রত বক্সী, তা নিয়েও তৈরি হয়েছে জল্পনা।
বিশেষজ্ঞরা বলছেন, তৃণমূল এখন ২০২৬ এর নির্বাচনকে টার্গেট করেই এগিয়ে যেতে চাইছে। আর সেই কারণেই দ্রুত সমস্ত ক্ষেত্রে রদবদল আবশ্যক বলেই মনে করছেন তারা। শুধু ব্লকস্তর নয়, ছাত্র থেকে যুব, সমস্ত শাখা সংগঠনেও বড় মাপের রদবদলের আভাস পাওয়া যাচ্ছে। আর সেই জায়গায় দাঁড়িয়ে তৃণমূলে একটা বড়সড় ঝাঁকুনির আগেই ফাইনাল কথা বলতেই নেত্রীর সম্মতি নেওয়ার জন্যেই নবান্নে সুব্রত বক্সী বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।