প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- রাজ্য রাজনীতিতে মাঝেমধ্যেই দলবদল করেছেন তিনি। একদল থেকে অন্য দলে যাওয়ার ব্যাপারে তার জুড়ি মেলা ভার। বর্তমানে তিনি তৃণমূল কংগ্রেসের বিধায়ক। কিন্তু বিধানসভা নির্বাচনের আগেই কি বদলাতে শুরু করেছে পরিস্থিতি? এবার কি ভরতপুরের তৃণমূল বিধায়ক তথা সংখ্যালঘু মুখ বলে পরিচিত হুমায়ুন কবীর যোগদান করতে চলেছেন অন্য দলে?

সূত্রের খবর, এদিন এই ব্যাপারে বিস্ফোরক মন্তব্য করেছেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। তিনি বলেন, “কংগ্রেসের পক্ষ থেকেই অনেকে আমার সঙ্গে যোগাযোগ করে। প্রিয়াঙ্কা গান্ধীর কোনো লোক আমার সঙ্গে যোগাযোগ করছে। আমি কারও সঙ্গে যোগাযোগ করার প্রয়োজন মনে করি না। একজন রাজনৈতিক কর্মীকে দিয়ে যদি কোনো পার্টির কোনো উপকার হয়, তাহলে তারা যোগাযোগ করতেই পারেন।” আর সামান্য একজন তৃণমূলের সংখ্যালঘু বিধায়ককে নেওয়ার জন্য প্রিয়াঙ্কা গান্ধীর মত কংগ্রেসের শীর্ষস্তরের নেত্রী তৎপরতা দেখাচ্ছেন, এটা কি আদৌ বাস্তব?

অন্যদিকে হুমায়ুনবাবুর মন্তব্যের পাল্টা প্রতিক্রিয়া দেন প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি অধীর চৌধুরী। তিনি বলেন, “আমার এই ধরনের খবর জানা নেই। আমি আকাশ থেকে পড়লাম। প্রিয়াঙ্কা গান্ধীর মত ব্যক্তির যে ওনাকে নিয়ে কেন মাথাব্যথা হবে, তা আমার জানা নেই। এটা আমার ব্যাখ্যার বাইরে।”

বিশেষজ্ঞরা বলছেন, রাজনীতিতে কখন কোথায় গিয়ে কোন পরিস্থিতি দাঁড়ায়, তা কেউ আগেভাগে বলতে পারে না। হুমায়ুনবাবু ইতিমধ্যেই তার দলের বিরুদ্ধে গিয়ে একাধিক মন্তব্য করেছেন। যার পর দল তাকে সতর্ক করে দেওয়ার পরেও তিনি একাধিক এমন কিছু সিদ্ধান্ত নিয়েছেন, যার ফলে তাকে আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূল টিকিট দেবে কিনা, তা নিয়েও একটা প্রশ্ন তৈরি হয়েছে বিভিন্ন মহলে। আর টিকিট যদি তিনি না পান, তাহলে কি সত্যি সত্যিই তাকে নিয়ে এখন থেকেই যে জল্পনা শুরু হচ্ছে যে, তিনি অন্য কোনো দলে যেতে পারেন, সেই জল্পনাতেই সিলমোহর পড়বে? বিধানসভা নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসকে বড়সড় ধাক্কা দিয়ে চরম সিদ্ধান্ত নিতে পারেন হুমায়ুন কবীর? ইতিমধ্যেই গোটা বিষয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জল্পনা।