এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > তৃণমূলের ব্লক কমিটির সাজাবেন বিধানসভার সম্ভাব্য প্রার্থী? নতুন রদবদলের আবহে চূড়ান্ত জল্পনা!

তৃণমূলের ব্লক কমিটির সাজাবেন বিধানসভার সম্ভাব্য প্রার্থী? নতুন রদবদলের আবহে চূড়ান্ত জল্পনা!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –সম্প্রতি তৃণমূলের সাংগঠনিক রদবদল অনুষ্ঠিত হয়েছে। সারা রাজ্যের প্রায় প্রতিটি জেলাতেই কোনো না কোনো রদবদল করেছে তৃণমূল কংগ্রেস। মূলত বিধানসভা নির্বাচনের দিকে তাকিয়েই শাসক দলের পক্ষ থেকে এই রকম সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর নেতৃত্ব বদলের সাত দিনের মধ্যেই এবার সর্বস্তরের পুরনো কমিটি ভেঙে নতুন কমিটি গঠনের জন্য তৎপর হল পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল নেতৃত্ব।

জানা গেছে, আগামী সপ্তাহের মধ্যেই রাজ্য নেতৃত্বের অনুমোদন মোতাবেক নতুন জেলা কমিটি এবং যুব তৃনমূলের জেলা কমিটি ঘোষণা করা হবে। বস্তুত, গত 23 জুলাই তৃণমূলের সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে পূর্ব বর্ধমান জেলা তৃণমূলের চেয়ারম্যান করা হয় মন্ত্রী তথা বিধায়ক মলয় ঘটককে। অন্যদিকে জেলা সভাপতি পদে রাখা হয় জিতেন্দ্র তিওয়ারিকে। আর কো-অর্ডিনেটর করা হয় দুর্গাপুরের বিশ্বনাথ পারিয়াল এবং হরেরাম সিংহকে। আর এরপরই জেলা তৃণমূলের সমস্ত কমিটি এবং শাখা সংগঠনের সমস্ত কমিটি ভেঙে দেওয়ার সিদ্ধান্তের কথা জানানো হয়।

স্বাভাবিকভাবেই এখন নতুন কমিটিতে কি চমক থাকে, কারা কারা আসেন, তার দিকে নজর রয়েছে তৃণমূলের কর্মী সমর্থকদের। জানা গেছে, অতীতের মতোই জেলার নটি বিধানসভা এলাকায় এবার 18 টি করে ব্লক কমিটি গঠন করা হবে। যার মধ্যে বাড়াবনিতে তিনটি, কুলটিতে একটি, আসানসোল উত্তর, আসানসোল দক্ষিণ, রানীগঞ্জ, জামুরিয়া, পাণ্ডবেশ্বর, দূর্গাপুর পুর্ব এবং দুর্গাপুর পশ্চিমে দুটো করে ব্লক কমিটি গঠনের কথা জানানো হয়েছে। তবে ব্লক কমিটিগুলোতে কারা পদাধিকারী হবেন এবং কারা সদস্য থাকবেন, তার সমস্ত কিছু স্থানীয় বিধায়কদের ওপরেই ছেড়ে দেওয়া হয়েছে। তবে যেখানে দলের বিধায়ক নেই, সেখানে যারা সম্ভাব্য প্রার্থী হতে পারেন, তাদের সামনের সারিতে এনে সেই কমিটি গঠনের কথা বলা হয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তৃণমূলের একাংশ বলছেন, এবারে দলের এই কমিটিতে গ্রহণযোগ্য, স্বচ্ছ মুখ, যারা মানুষের কাছে দ্রুত পৌঁছতে পারবে, তাদেরকেই রাখা হবে। অর্থাৎ সামনে বিধানসভা নির্বাচনের আগে বিজেপিকে কুপোকাত করতে জনমোহিনী নেতাদেরকেই যে সেই কমিটিতে বেশি পরিমাণে স্থান দেওয়া হবে, তা কার্যত স্পষ্ট। ইতিমধ্যেই নিজের বিধানসভায় এলাকার 32 টি ওয়ার্ডের নেতাদের সঙ্গে বৈঠক করে নিয়েছেন মন্ত্রী মলয় ঘটক। অর্থাৎ নিজের বিধানসভা কেন্দ্রে পৌরস্তরের কমিটি গঠনের উপর তিনি যে জোর দিয়ে দিয়েছেন, তা কার্যত স্পষ্ট।

এদিন এই প্রসঙ্গে জেলা তৃণমূলের অন্যতম নেতা ভি শিবদাসন দাশু বলেন, “নতুন কমিটি গঠন করে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমোদন আনার পরেই তা ঘোষণা করা হবে।” রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, তৃণমূল এখন প্রতিটি বিধানসভা কেন্দ্রে সেই সমস্ত নেতাদেরকেই মুখ করতে চাইছে, যারা আগামী 2021 এর বিধানসভা নির্বাচনে দলের প্রার্থী হবেন। তাই সমস্ত জায়গাতে কমিটি গঠন থেকে শুরু করে নানা সাংগঠনিক কাজকর্ম সেই সমস্ত নেতাদের নেতৃত্বেই যাতে হয়, তার জন্য বার্তা দিতে শুরু করেছে তৃণমূল কংগ্রেস।

স্বাভাবিকভাবেই পশ্চিম বর্ধমান জেলাতে যে এই প্রক্রিয়া অনুসারেই এগিয়ে যেতে চাইছে শাসক দল, তা তাদের কমিটি গঠনের উদ্যোগেই পরিষ্কার হয়ে যাচ্ছে বলে মত রাজনৈতিক বিশেষজ্ঞদের। এখন এই কমিটিতে কতটা গ্রহণযোগ্য মুখ থাকে এবং তা কতটা চমকপ্রদ হয়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!