এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > এক নজরে দেখে নিন আজকের বাজেট

এক নজরে দেখে নিন আজকের বাজেট


আগামীকাল পেশ হবে কেন্দ্রীয় বাজেট।  আর তার আগে আজ অর্থমন্ত্রী অমিত মিত্র বিধানসভায় রাজ্য বাজেট পেশ করছেন ।

এক নজরে দেখে নিন :-

লাখ ১৪ হাজার ৯৫৮ কোটি টাকার রাজ্য বাজেট পেশ

১.  ২০১৭-১৮ অর্থবর্ষে ৮ লাখ ৯২ হাজার কর্মসংস্থান নিশ্চিত হয়েছে

২. প্রতিবন্ধীদের ভাতার ক্ষেত্রে বরাদ্দ ২৫০ কোটি টাকা।প্রতিবন্ধীদের জন্য মানবিক প্রকল্প চালু করা হলো। আর তাদের মাসিক ভাতা ৭৫০ টাকা থেকে বাড়িয়ে করা হল ১০০০ টাকা।

৩. ৬ লাখ পরিবার রূপশ্রী প্রকল্পের সুবিধা পাবে। এই প্রকল্পে পরিবারের বার্ষিক আয় দেড় লাখের কম হলে ও মেয়েদের ১৮ বছরের পর বিয়ে হলে ২৫ হাজার টাকা দেওয়া হবে

৪.কন্যাশ্রীদের ভাতা ৭৫০ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার টাকা করা হল।

৫. বয়স্ক কৃষকদের পেনশন দেওয়া হবে ১ হাজার টাকা।১ লাখ কৃষক এই পেনশন পাবে। কৃষির জন্য জমি কিনলে মিউটেশন ফি মকুব করা হলো। কৃষকরা যাতে ফসলের ক্ষেত্রে ন্যায্যমূল্য পান, তাই ১০০ কোটি টাকার ফান্ড দেওয়া হবে।

৬. চা বাগান থেকে কোনও সেস নেওয়া হবে না। চা বাগানে কৃষি আয়করে ১০০ শতাংশ ছাড়।

৭. ৪০ লাখ থেকে ১ কোটিতে গ্রামাঞ্চলে ৫ শতাংশ স্ট্যাম্প ডিউটি হবে
গৃহনির্মাণের ক্ষেত্রে গ্রামাঞ্চল ও শহরে ১ কোটির উপর ১ শতাংশ ছাড়
গৃহনির্মাণ ক্ষেত্রে স্ট্যাম্প ডিউটিতে ১ শতাংশ ছাড়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!