প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট–
ভারতীয় রেল ধীরে ধীরে আধুনিক পর্যায়ে উন্নতি করনের পথে এগোতে শুরু করেছে। তৎকাল টিকিট নিয়ে জালিয়াতি আটকাতে কিছুদিন আগেই নেওয়া হয়েছে বড় সিদ্ধান্ত। আর এবার যাদের টিকিট ওয়েটিং লিস্টে রয়েছে, ফাইনাল চার্ট দেওয়ার পর তাদের যাত্রা যদি অতি প্রয়োজনীয় হয় এবং সেক্ষেত্রে যদি টিকিট ওয়েটিং লিস্টেও থাকে, তাহলে তারা আর বিকল্প কোনো উপায় বের করতে পারেন না। তাই এবার সেক্ষেত্রে যাত্রীদের সুবিধে দিতে বড় সিদ্ধান্ত নিলো ভারতীয় রেল। এবার থেকে ওয়েটিং লিস্টে টিকিট থাকলেও, যাত্রীরা পাবেন বাড়তি সুবিধা। কিন্তু কি এমন সিদ্ধান্ত নিলো রেল কর্তৃপক্ষ?
জানা গিয়েছে, রেলের রিজার্ভেশন নিয়ে এবার বড় সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এতদিন রিজার্ভেশনের ফাইনাল চার্ট রেল ছাড়ার চার ঘন্টা আগে দেওয়া হত। কিন্তু এবার থেকে তার সময় অনেকটাই এগিয়ে আনা হচ্ছে। যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে এবার থেকে ৮ ঘণ্টা আগে এই রিজার্ভেশন চার্ট দেওয়া হবে বলে জানানো হয়েছে। আর রেলের পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেওয়ার পরেই যাত্রীরা অনেকটাই খুশি। কেননা ৪ ঘণ্টা আগে ফাইনাল চার্ট যাওয়ার পর যাদের ওয়েটিং লিস্টে টিকিট রয়েছে, তারা আর বিকল্প কোনো উপায় বের করতে পারতেন না। সেক্ষেত্রে তাদের অতি প্রয়োজনীয় যাত্রা বাতিল করতে হত। কিন্তু ৮ ঘণ্টা আগে যদি রেল ফাইনাল চার্ট দিয়ে দেয় রিজার্ভেশনের, তাহলে সেক্ষেত্রে যাত্রীরা বিকল্প কোনো সিদ্ধান্ত নিতে পারেন এবং সেক্ষেত্রে তারা একটি বড় সুবিধা পাবেন বলেই মনে করা হচ্ছে।
ইতিমধ্যেই ভারতীয় রেলের পক্ষ থেকে এই ব্যাপারে বড় সিদ্ধান্তের কথা জানিয়ে দেওয়া হয়েছে। তাদের পক্ষ থেকে জানানো হয়েছে যে, যদি কোনো ট্রেনের ছাড়ার সময় দুপুর দুটো হয়, তাহলে তার রিজার্ভেশন চার্ট এখন থেকেই প্রস্তুতি চার ঘণ্টা আগে তৈরি হবে না। এক্ষেত্রে আগের দিন রাত্রি ন’টা থেকেই সেই চার্ট তৈরির প্রস্তুতি শুরু হয়ে যাবে। অর্থাৎ অনেকটাই আগে তৈরি হয়ে যাচ্ছে রিজার্ভেশনের ফাইনাল চার্ট। এক্ষেত্রে যাদের ওয়েটিং টিকিট রয়েছে, তাদের টিকিট যদি শেষ পর্যন্ত ওয়েটিংও থাকে, তাহলে তারা বিকল্প কোনো ব্যবস্থা করে নিতে পারবেন। তাই যাত্রী পরিষেবার ক্ষেত্রে রেলের এই উদ্যোগ অত্যন্ত সুবিধাজনক বলেই মনে করছেন সকলে।