প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার পর বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্ব নিয়েছিলেন মহম্মদ ইউনুস। তার প্রধান কর্তব্য ছিল, দেশে জাতীয় নির্বাচনের ব্যবস্থা করা। কিন্তু তা না করে তিনি যেভাবে ক্ষমতা দখল করার খেলায় মেতে উঠেছিলেন, তাতে তার বিরুদ্ধে এখন সোচ্চার দেশের সেনাপ্রধান থেকে শুরু করে অনেক রাজনৈতিক দল।
আর এর ফলে চাপে পড়ে মহম্মদ ইউনুসও পদত্যাগ করতে পারেন বলে খবর সামনে আসছিল। আর এমন একটা পরিস্থিতিতে এবার শেখ হাসিনার পুত্র যে বার্তা দিলেন, তাতে ইউনুসের ঘুম যেমন উড়তে শুরু করবে, ঠিক তেমনই আগামী দিনে এই ইউনূসের বিরুদ্ধে বাংলাদেশে আরো বড় কোনো পদক্ষেপ হতে পারে বলে আশঙ্কা করছেন একাংশ।
জানা গিয়েছে, এদিন বাংলাদেশে তারুণ্যের সমাবেশ নামে একটি সভায় ভার্চুয়ালি নিজের বক্তব্য পেশ করেন শেখ হাসিনার পুত্র তারেক রহমান। যেখানে তিনি বলেন, “ক্ষমতায় না থাকলেও খালেদা জিয়ার বিএনপি বাংলাদেশের জনগণের উন্নয়নের কথাই সব সময় চিন্তা করে। বিএনপি নির্বাচিত হলে জনগণকে সঙ্গে নিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজ করবে।” আর যে বিএনপি তাদের প্রধান শত্রু ছিল, এখন মহম্মদ ইউনুসকে ক্ষমতাচ্যুত করতে সেই বিএনপি’রও প্রশংসা করতে দেখা গেল শেখ হাসিনার পুত্রকে। শুধু তাই নয়, “দিল্লি নয় পিন্ডি নয়, অন্য কোনো দেশ, সবার আগে বাংলাদেশ।” এই স্লোগানও তুলতে দেখা যায় তাকে।
তবে এখানেই থেমে থাকেননি শেখ হাসিনার পুত্র তারেক রহমান। নির্বাচন নিয়ে মুখ খুলে তিনি মহম্মদ ইউনুসকে কড়া ভাষায় আক্রমণ করেছেন। স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, দ্রুত নির্বাচনের দাবি জানাচ্ছেন তারা। অর্থাৎ যে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান দায়িত্ব ছিল নির্বাচন করানো, বিভিন্নভাবে তা এড়িয়ে দিয়েছেন এই মহম্মদ ইউনুস। তাই ক্ষমতা ভোগ করার যে কৌশল তিনি নিয়েছেন, তা যে বাংলাদেশের মানুষ কোনো মতেই মেনে নিতে পারছেন না, তা নিজের প্রতিবাদের সুরের মধ্যে দিয়ে স্পষ্ট করে দিয়েছেন তারেক রহমান।
বিশেষজ্ঞরা বলছেন, কথায় আছে, শত্রুর শত্রু আমার বন্ধু। শেখ হাসিনার পুত্রের বার্তার মধ্যে দিয়ে সেই বিষয়টি আরও একবার স্পষ্টভাবে ফুটে উঠলো। কারণ বিএনপি ছিল তাদের প্রধান শত্রু দল। কিন্তু ইউনুসকে সরানোর জন্য সেই বিএনপির প্রশংসা করে যেভাবে নির্বাচনের দাবি করলেন তারেক রহমান, তাতেই স্পষ্ট হয়ে যাচ্ছে যে, যেভাবেই হোক, নির্বাচন করানোই এখন তাদের কাছে সব থেকে বড় চ্যালেঞ্জ। আর সেই কাজ করতে শত্রুর সঙ্গে হাত মেলাতেও যে দ্বিধাবোধ নেই, ইউনুসকে সরানোই যে প্রধান এবং একমাত্র টার্গেট, তা বুঝিয়ে দিলেন হাসিনা পুত্র বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।