এখন পড়ছেন
হোম > রাজ্য > কমিশনের পদক্ষেপে এবার অস্বস্তি বাড়তে চলেছে শুভেন্দু-দিলীপ-অনুব্রতদের

কমিশনের পদক্ষেপে এবার অস্বস্তি বাড়তে চলেছে শুভেন্দু-দিলীপ-অনুব্রতদের


কমিশনের পদক্ষেপে এবার অস্বস্তি বাড়তে চলেছে শুভেন্দু-দিলীপ-অনুব্রতদের। ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন প্রায় এসেই গেলো আর এমন সময়েই অনুব্রত মন্ডল, শুভেন্দু অধিকারী এবং রবীন্দ্রনাথ ঘোষের মতো তিন জন তৃণমূল শীর্ষ নেতৃত্বের বক্তব্যের ভিডিও রেকর্ডিং রাজ্য নির্বাচন কমিশনে জমা দিলেন বিজেপির নেতারা। এই প্রসঙ্গে রাজ্য বিজেপির সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার বলেন, ”কমিশনারের কাছে আমরা দাবি জানিয়েছি, এই তিনজন যাতে কোনও ভাবেই নির্বাচন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে না পারেন।” আবার একই সাথে তৃণমূলের তরফ থেকে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বিরুদ্ধে বিদ্বেষমূলক বক্তব্যের অভিযোগ কমিশনে জমি,এ করা হলে এই বিষয়ে জয়প্রকাশ মজুমদার জানান, ”কমিশনারকে আমরা বলেছি অভিযোগ খতিয়ে দেখতে।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

যদি অভিযোগ প্রমাণিত হয়, তা হলে কমিশন ব্যবস্থা নিতে পারে।” এদিন রাজ্য নির্বাচন কমিশনের যুগ্ম সচিব শান্তনু মুখোপাধ্যায় জানিয়েছেন, “যাঁদের বিরুদ্ধে অভিযোগ জমা পড়েছে তাঁদের সম্পর্কে জেলাশাসকের কাছ থেকে রিপোর্ট চাওয়া হয়েছে।” তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বাঁকুড়ায় বিজেপির সম্ভাব্য প্রার্থী অজিত মুর্মুর মৃত্যুর কারণ হিসাবে বিজেপির অন্তর্দ্বন্দকে দায়ী করলে তার পাল্টা জবাবে জয়প্রকাশ বাবু এর পাল্টা উত্তরে বলেন, ”অজিত মুর্মুর ভাইকে সারারাত থানায় বসিয়ে জবানবন্দি নেওয়া হয়েছে।” এই সমস্ত বিষয় নিয়ে পঞ্চায়েত ভোটের আগে নির্বাচন কমিশন দফতর এদিন বেশ উত্তপ্ত হয়ে ওঠে। তবে তৃণমূল ও বিজেপির এই হেভিওয়েট নেতাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে কিনা সে বিষয়টি স্পষ্ট করে নি রাজ্য নির্বাচন কমিশন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!