এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > পিবি এক্সক্লুসিভ – তাঁর বিরুদ্ধে মিথ্যা খবরের জেরে পোর্টাল বন্ধ, কি বলছেন রাহুল সিনহা

পিবি এক্সক্লুসিভ – তাঁর বিরুদ্ধে মিথ্যা খবরের জেরে পোর্টাল বন্ধ, কি বলছেন রাহুল সিনহা


মুকুল রায় তখন সদ্য বিজেপিতে যোগ দিয়েছেন, কলকাতায় বিজেপির হয়ে তাঁর প্রথম প্রকাশ্য জনসভার ঠিক আগের দিন কলকাতার এক নিউজ পোর্টাল দাবি করে তৃণমূলের এক অন্যতম শীর্ষনেতার সঙ্গে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহার নাকি গোপন বৈঠক হয়েছে এবং রাহুলবাবু ও আরো কিছু নেতা বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিতে চলেছেন। সেই সভা মঞ্চ থেকেই রাহুলবাবু তীব্র প্রতিবাদ করেন সেই খবরের এবং জানিয়ে দেন তিনি আইনি পথে হাঁটতে চলেছেন। আজ কলকাতা হাইকোর্ট রাহুলবাবুর করা মামলার পরিপ্রেক্ষিতে এক রায়ে জানায় – সেই পোর্টালটি বন্ধ করে দিতে হবে। এরপরেই সেই পোর্টালের সোশ্যাল মিডিয়ার পেজে উপস্থিত হন এক বিখ্যাত সাংবাদিক এবং সমগ্র ঘটনার পরিপ্রেক্ষিতে রাহুলবাবু ও তাঁর দল বিজেপিকে চূড়ান্ত ব্যক্তিগত আক্রমন করেন, সাথে দাবি করেন সেই মামলার রায় এখনো হাতে পায় নি সেই পোর্টালটি, ফলে এখনো জানেননা তা কতখানি সঠিক। এর সাথেই তিনি জানান, এই ঘটনা যদি সত্যি হয় তাহলে বিজেপি অফিসের সামনে তিনি গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করবেন, তখন রাহুলবাবু কি করেন তিনি দেখবেন।

এর পরিপ্রেক্ষিতে প্রিয়বন্ধু বাংলার তরফে টেলিফোনে বিজেপির অন্যতম জাতীয় সম্পাদক রাহুল সিনহার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি তাঁর বিরুদ্ধে মিথ্যা খবর ছড়িয়ে অপপ্রচারের পরিপ্রেক্ষিতে সেই পোর্টালের বিরুদ্ধে তাঁর আইনি লড়াইয়ের সত্যতা সম্পর্কে নিশ্চিত করেন। এমনকি, তিনি এও জানান মহামান্য কলকাতা আদালত তাঁর আবেদনের ভিত্তিতে সেই পোর্টালটি বন্ধ করে দেওয়ার নির্দেশ দিয়েছেন। এরপরে আমরা ওই পোর্টালের হয়ে সোশ্যাল মিডিয়ায় সওয়াল করা সাংবাদিকের বক্তব্য সম্পর্কে রাহুলবাবুর প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি জানান, পোর্টাল বন্ধ করে দেওয়ার নির্দেশ তো মহামান্য আদালত দিয়েছেন, ওনার যদি কিছু বলার থাকে উনি মহামান্য আদালতকে জানান। সবথেকে বড় কথা যিনি চুরির দায়ে জেল খেটে এসেছেন তাঁর বক্তব্যের পরিপ্রেক্ষিতে কি বলার থাকতে পারে? একটা চোরের সাথে কেউ কথা বলে? আগে উনি নিজের শুদ্ধি করুন, তারপরে উনি কথা বলবেন। ওনার গায়ে কিন্তু এখনো চোরের ছাপটা রয়েছে!

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!