প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- বাংলা অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গাদের স্বর্গরাজ্য হয়ে গিয়েছে বলে অভিযোগ বিরোধীদের। মাঝেমধ্যেই অবৈধ বাংলাদেশিদের তথ্য সামনে আসছে। আর এবার বাংলাদেশ থেকে সীমান্ত পেরিয়ে সোনা পাচার হতেই এক যুবককে গ্রেপ্তার করল পুলিশ। যে ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে মুর্শিদাবাদের সাগরপাড়ার নওদাপাড়া ব্রিজ মোড় এলাকায়।

কি ঘটনা ঘটেছে? যতদূর খবর পাওয়া যাচ্ছে, নওদাপাড়া ব্রিজ মোড় এলাকায় তিনটি সোনার বিস্কুট নিয়ে মিলন শেখ নামে এক যুবক বাংলাদেশ থেকে এই রাজ্যে ঢুকেছিল। আর গোপন সূত্রে খবর পেয়ে তাকে আটক করে পুলিশ। আর তারপরেই সোমবার আদালতে তোলা হলে ধৃতকে পাঁচ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। জানা গিয়েছে, ধৃত ব্যক্তি মিলন শেখ মুর্শিদাবাদের চরকাকমারি এলাকায় থাকেন। যে তিনটি বিস্কুট তিনি এপারে নিয়ে এসেছিলেন পাচার চক্রের মাধ্যমে, তার মূল্য প্রায় ৫২ লক্ষ টাকা।

আর এই ঘটনার পরেই নানা মহলে শুরু হয়েছে চিন্তা। বিরোধীরা বলছেন, ওপার বাংলা থেকে কেন এত পাচার চক্র সক্রিয় হচ্ছে এপার বাংলায়? এর পেছনে আরও বড় কোন মাথা নেই তো? সাম্প্রতিক কালে বারবার অবৈধ বাংলাদেশিতে এই রাজ্য ছেয়ে গিয়েছে, এরকম দৃষ্টান্ত সামনে আসছে। স্বাভাবিকভাবেই তার মধ্যে এইরকম পাচার চক্রের ঘটনা নিঃসন্দেহে এই রাজ্যের প্রশাসনের চরম গাফিলতি এবং একটি অংশকে প্রশ্রয় দেওয়ার দিকে ইঙ্গিত করছে বলেই দাবি বিরোধীদের।