প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- প্রথম দিকে মনে করা হয়েছিল, তিনি হয়ত তৃণমূল সরকারকে জগদীপ ধনকরের মতই টাইট দেবেন। কিন্তু যতদিন গিয়েছে, ততই তৃণমূল সরকারের সঙ্গে অন্যায় থাকা সত্ত্বেও, একের পর এক সখ্যতা বজায় গিয়েছেন পশ্চিমবঙ্গের বর্তমান রাজ্যপাল। বাংলার একের পর এক জলজ্যান্ত পরিস্থিতি নিয়ে তার নীরবতা প্রশ্ন তুলেছে বিরোধীদের কাছেও। আর সেই জায়গায় দাঁড়িয়ে এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে লাগাতার প্রশ্রয় দিতে গিয়ে কি চরম ঠেলার মুখে পড়তে চলেছেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল? এবার তৃণমূল সরকারেরই পাল্টা চালে কুপোকাত হতে পারেন তিনি, এরকম একটি বিষয় নিয়ে চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।

বলা বাহুল্য, সম্প্রতি সুপ্রিম কোর্টের পক্ষ থেকে একটি নির্দেশ দিয়ে জানানো হয়েছিল যে, আইনসভায় পাস করা কোনো বিল অনির্দিষ্টকালের জন্য রাজ্যপাল অথবা রাষ্ট্রপতি কেউ আটকে রাখতে পারেন না। আর সেই নির্দেশকে হাতিয়ার করেই বিধানসভায় যে সমস্ত বিল পাস হয়েছে এবং সেখানে যেভাবে সেই বিল আটকে রেখেছেন রাজ্যপাল, এবার তা নিয়ে পাল্টা কৌশল নিতে চলেছে রাজ্য বিধানসভা। যেখানে ৯ জুন থেকে অধিবেশন শুরু হওয়ার পরেই সেখানে সংবিধান সংশোধনী প্রস্তাব আনা হবে বলে খবর পাওয়া যাচ্ছে। আর যদি সেই ব্যাপারে সত্যিই রাজ্য বিধানসভায় কোনো প্রস্তাব আনে, তাহলে রাজ্যপাল বড়সড় চ্যালেঞ্জের মুখে পড়ে যেতে পারেন বলেই মনে করা হচ্ছে।

এদিন এই প্রসঙ্গে রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, “সুপ্রিম কোর্টের জাজমেন্টের পরিপ্রেক্ষিতে যে বিলগুলো রাজ্যপালের কাছে পড়ে রয়েছে, সেই বিলগুলিতে অনুমোদন দেওয়ার বিষয়ে রিকুইজিশন আসতে পারে। যে সংবিধান সংশোধনী প্রস্তাব আনা হতে পারে, সেটি কেন্দ্রীয় সরকারের কাছে পাঠানো হবে। যদি একটা সময়সীমা বেঁধে দেওয়া হয়, তাহলে সংবিধান সংশোধন করতে হবে।”

বিশেষজ্ঞরা বলছেন, পশ্চিমবঙ্গের বর্তমান রাজ্যপালের কাছে এই তৃণমূল সরকারের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার অনেক সুযোগ ছিল। কিন্তু তিনি কখনই সেই সুযোগকে কাজে লাগাননি। উল্টে তৃণমূল সরকারকে প্রশ্রয় দিয়ে গিয়েছেন। তবে এই সরকার যে সুযোগ পেলেই তাকে ল্যাং মারবেড় এটা হয়ত তিনি ভাবতে পারেননি। তাই এবার এতদিন ধরে তিনি যে সমস্ত বিল আটকে রেখেছেন, তার পরিপ্রেক্ষিতে রাজ্যপালকে পাল্টা চাপে রেখে চলতি অধিবেশনেই বড় পদক্ষেপ নিতে চলেছে বিধানসভা। যার ফলে চরম ঠেলা পেতে হতে পারে সি ভি আনন্দ বোসকে বলেই মত রাজনৈতিক পর্যবেক্ষকদের।