প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট– সম্প্রতি দেশের ৪ টি রাজ্যের মোট পাঁচটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ঘোষণা করেছেন নির্বাচন কমিশন। আগামী ১৯ জুন এই নির্বাচন হবে বলে জানানো হয়েছে। আর তার মধ্যেই ফের বেজে গেল নির্বাচনের দামামা। এবার রাজ্যসভার ৮ টি আসনে নির্বাচনের দিনক্ষণ সেই একই দিনে হবে বলে জানিয়ে দিলো কমিশন।
বলা বাহুল্য, দেশের উচ্চকক্ষ অর্থাৎ রাজ্যসভার ৮ টি আসন ফাঁকা রয়েছে। যার মধ্যে তামিলনাড়ুর ৬ টি এবং আসামির ২ টি আসন রয়েছে। আর এই ৮ টি আসনে আগামী ১৯ জুন নির্বাচন হতে চলেছে বলে জানিয়ে দিয়েছেন নির্বাচন কমিশন। অন্যদিকে সেদিনই আবার দেশের ৫ টি বিধানসভা কেন্দ্রের উপ নির্বাচন রয়েছে। আর সেই একই দিনে রাজ্যসভার ৮ আসনে নির্বাচন এবং তারপর সেই আসনগুলির ফলাফল ঘোষণা করা হবে বলে কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে।
বিশেষজ্ঞদের মতে, কমিশন একসাথেই সমস্ত নির্বাচন করিয়ে নিতে চাইছে। ১৯ জুন যেহেতু দেশের ৫ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন হচ্ছে, তাই সেদিনই রাজ্যসভার ফাঁকা হওয়া আসনগুলিতে একসাথেই নির্বাচন প্রক্রিয়া সমাপ্ত করে নিতে চাইছে নির্বাচন কমিশন। আর সেই কারণেই উপনির্বাচনের সঙ্গে সঙ্গেই রাজ্যসভার ৮ আসনে হতে চলেছে নির্বাচন।