কয়েক লক্ষ টাকা ও বিজেপিতে যাওয়ার প্রস্তাব পেলেন আধীর চৌধুরী রাজ্য June 10, 2018 নিজেই সম্প্রতি দলের বিরুদ্ধে অভাব অভিযোগ নিয়ে কর্মীদের প্রকাশ্য ফেসবুক ওয়ালে মুখ খুলতে বারন করেছিলেন। অভাব অভিযোগ নিয়ে ব্যাক্তিগত ইনবক্সে মেসেজ করার আবেদনও জানিয়েছিলেন দলীয় কর্মীদের কাছে। সব ঠিকঠাকই চলছিল। তবে নির্দেশের ফল যে এত বিপরীত হয়ে দাড়াবে তা নিজেও বুঝতে পারেননি প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। সূত্রে খবর, অর্থ সঙ্কটে অবিলম্বে দু লক্ষ টাকা নেওয়ার আব্দার এসেছে তাঁর কাছ থেকে। এমনকী গেরুয়া শিবিরে তিনি যাতে নাম লেখান তার জন্য ফেসবুক ওয়ালে প্রকাশ্যে অনেকে দাবি ও করেছেন। কংগ্রেসের একাংশের দাবি, সম্প্রতি প্রনব মুখোপাধ্যায়ের আরএসএসের অনুষ্টানে যাওয়া নিয়ে তাঁর পুত্র অভিজিৎ মুখোপাধ্যায় নীরব থাকলে 2019 এ তাঁকে আর টিকিট দেওয়া হবে না বলে হুশিয়ারি দিয়েছিলেন অধীর চৌধুরী। সেই নিয়ে তাঁকে দলের অন্দরে অনেক সমালোচনার মুখে পড়তে হয়েছিল । এমনকি মালদা মুর্শিদাবাদে কংগ্রেস দুর্গ ভেঙ্গে পড়ায় প্রকাশ্যে তাঁর বিরুদ্ধে মুখ কোলে দলেরই কর্মীরা। আর মালদা মুর্শিদাবাদে শুভেন্দু অধিকারী কংগ্রেস দুর্গ দখল করার হুমকি দিলে কর্মীদের তরফে ফেসবুকে ওয়ালে বলা হয়, তাহলে কেন অধীর চৌধুরী মেদিনীপুরে যাচ্ছেন না! সূত্রে খবর, প্রকাশ্যে ফেসবুকে কর্মীদের তরফে এ ধরনের মন্তব্য আসায় বিপাকে পড়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি। তিনি বলেন, “আমার সাংসদ অফিস থেকেই ফেসবুকে এই পোষ্ট করা হয়েছিল। অনেকে অভাব অভিযোগের কথা বলেন। ইনবক্সে জানালে সুবিধে হয়। এখন তো শুনছি উল্টো হয়ে গিয়েছে।” তবে কংগ্রেসের অনেকেই অধীরের এই অভিযোগ শোনার পন্থাটিকে ঠিক রাস্তা বলেই মনে করছেন। পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেস এ রাজ্যে ধরাশায়ী হলেও ব্যাক্তিগত ভাবে অধীররঞ্জন চৌধুরীর জনপ্রিয়তা এখনও আগের মতই যে রয়েছে, তা কর্মী সমর্থকদের কথাতেই বোঝা যায়। তবে মালদা মুর্শিদাবাদে খারাপ ফলের জন্য অনেক কংগ্রেস কর্মীই অধীর চৌধুরীর কাছে জানতে চান, “দাদা এমন কী হল আপনার কাছের লোকেরা সবাই চলে যাচ্ছে? বাম আমলে গেল না এখন যাচ্ছে! একটু নিজের দিকে ফিরে দেখুন বুঝতে পারবেন!” আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে অপেকের দাবি, কর্মীদের কাছ থেকে এখন অভিযোগ শোনার কথা বলছেন প্রদেশ কংগ্রেস সভাপতি।আসলে তাঁর এখন বিলম্বিত বোধোদয় হচ্ছে।সূত্রের খবর, রাজ্যে তৃনমূল বিরোধীতা করলেও দেশে জাতীয় রাজনীতিতে মোদী বিরোধীতায় মমতা বন্দ্যোপাধ্যায়কে পাশে চায় রাহুল-সোনিয়ারা। এই ভাবে তাঁর পক্ষে যে কংগ্রেস থাকা সুখকর হবে না সে কথাও তাঁর ফেসবুকে ওয়ালে উল্লেখ করে অনেকে বলছেন, “বিজেপিই ওনার জন্য সঠিক দল।” কবে যোগ দেবেন বিজেপিতে বর্তমান প্রদেশ কংগ্রেস সভাপতি! এমনও প্রশ্ন করে অধীর চৌধুরীকে বিপাকে ফেলেছে তাঁর দলের কর্মীরাই। তাঁর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে যে জনমানসে বিপুল প্রশ্ন তৈরি হয়েছে তাও বুঝতে পারছেন এই পোড়খাওয়া কংগ্রেস নেতা। তবে এ সবের বাইরেও অধীর চৌধুরীর ফেসবুক ওয়ালে তো জঙ্গিপুরের এক যুবক লিখছেন, “দাদা আমাকে দু লক্ষ টাকা দেবেন? আমার খুব দরকার।” সব মিলিয়ে প্রবল ফেসবুক যন্ত্রনায় দিন কাটছে প্রদেশ কংগ্রেশ সভাপতি অধীররঞ্জন চৌধুরীর। আপনার মতামত জানান -