এখন পড়ছেন
হোম > জাতীয় > শাসকদল ‘ভাঙার ফর্মুলা’ বাতলে দিলেন বিজেপির শীর্ষ কেন্দ্রীয় নেতা

শাসকদল ‘ভাঙার ফর্মুলা’ বাতলে দিলেন বিজেপির শীর্ষ কেন্দ্রীয় নেতা


একদিকে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেমন সমগ্র দেশের পরিপ্রেক্ষিতে বিজেপির বিরুদ্ধে প্রধান বিরোধী কন্ঠ হয়ে উঠছেন, অন্যদিকে বিজেপিও একইভাবে বাংলার পরিপ্রেক্ষিতে বামফ্রন্ট ও কংগ্রেসকে পিছনে ফেলে রাজ্যের প্রধান বিরোধী দল হয়ে উঠতে মরিয়া। ফলে আসন্ন নির্বাচনগুলোতে ভালোফল করতে ও রাজ্যের শাসকদলের আসন থেকে তৃণমূল কংগ্রেসকে সরাতে সর্বশক্তি নিয়ে বাংলায় ঝাঁপিয়ে পড়তেই চাইছে। আর তাই সাংগঠনিক ফাঁকফোকড়গুলি মেরামত করতে একের পর এক কেন্দ্রীয় স্তরের শীর্ষ নেতা এসে ঘাঁটি গড়ছেন বাংলায়।
এই পরিস্থিতিতে আজ উত্তরবঙ্গ সফরে আসেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জয়প্রকাশ নাড্ডা। সেখানে জলপাইগুড়ির রানিনগরে এক রুদ্ধদ্বার বৈঠকে তিনি দলীয় নেতা কর্মীদের উদ্দেশ্যে বলেন, বুথ স্তরে সাংগঠনিক শক্তি বৃদ্ধি করতে হবে। আর সেই সংগঠনকে মজবুত করতে তৃণমূল নেতাদের দলে গুরুত্বপূর্ণ পদে টানতে হবে। ভোটার লিস্ট ধরে দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধি করার পথও বাতলে দেন তিনি বলে বিজেপি সূত্রের খবর। বিজেপি সূত্রে আরও জানা যাচ্ছে, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী দলীয় কর্মীদের নির্দেশ দিয়েছেন, প্রতিটি বুথের ভোটার লিস্টকে তিন রঙের কালি দিয়ে চিহ্নিতকরণ করতে হবে। বর্তমানে যাঁরা এখন বিজেপি রয়েছেন, তাঁদের নামের পাশে সবুজ কালি। যাঁরা সিপিএম-কংগ্রেস-তৃণমূল না বিজেপি এই দোটানায় রয়েছেন, তাঁদেরকে চিহ্ণিত করতে হবে হলুদ কালি দিয়ে। অন্যদিকে, অদূর ভবিষ্যতেও যাঁদের বিজেপিতে আসার কোনও সম্ভাবনা নেই, তাঁদেরকে লাল রঙের কালিতে চিহ্নিত করতে বলেছেন তিনি। এর সঙ্গেই শাসকদল ‘ভাঙার ফর্মুলা’ হিসাবে তিনি যেসব তৃণমূল নেতা দোটানায় রয়েছেন, তাঁদেরকে বিজেপিতে গুরুত্বপূর্ণ পদে নিয়ে আসার জন্য নির্দেশ দিয়েছেন বলেও জানা যাচ্ছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!