রাজ্যে বিজেপির ‘অবাঙালি’ ভোটব্যাঙ্ক ছিনিয়ে নিতে নয়া কৌশল শাসকদলের রাজ্য February 7, 2018 রাজ্যে বিজেপি ক্রমশ বাড়ছে।আর অবাঙালি ভোট বিজেপির ভোটবাক্সে পড়া আটকাতে এবার নয়া কৌশল নিলো তৃণমূল। আগেই হনূমান পুজো করেছেন অনুব্রত। এবার উত্তর কলকাতার ডালপট্টিতে লিট্টি-চোখা উত্সব পালন করলো তৃণমূল। কেননা বিরোধীদের মতে তৃণমূলের লক্ষ্য হলো কোলকাতাতে থাকা উত্তরপ্রদেশ, বিহারের ভোটারদের মন জয় করা। উত্তর কলকাতার ১৩ নম্বর ওয়ার্ডের দাসপাড়ার ডালপট্টি তে এদিন তৃণমূলের উদ্যোগে লিট্টি-চোখা উত্সব পালিত হলো।এই নিয়ে কাউন্সিলর অনিন্দ্য রাউত জানিয়েছেন, তাঁর ওয়ার্ডে প্রচুর অবাঙালি রয়েছেন। সেখানে যেমন বাঙালিদের জন্য দুর্গাপুজো হয়, তেমনই অবাঙালিদের জন্য লিট্টি-চোখা উত্সব। এদিনের উত্সবে রাতে বসেছিল ভোজপুরি গানের আসরও।ছিলেন উত্তর কলকাতার তৃণমূল নেতৃত্ব সমেত উত্সবে উপস্থিত ছিলেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, ইন্দ্রনীল সেনও। যদিও রাজনৈতিকমহলের ধারণা যে হিন্দিভাষী মানুষজন যাতে বিজেপিতে না ঝোঁকেন তাই এই উত্সবের আয়োজন করছে তৃণমূল। আপনার মতামত জানান -