এখন পড়ছেন
হোম > জাতীয় > প্রজাতন্ত্র দিবসের পটভূমিতে জম্মু-কাশ্মীরের জন্য বিরাট উপহার কেন্দ্রের

প্রজাতন্ত্র দিবসের পটভূমিতে জম্মু-কাশ্মীরের জন্য বিরাট উপহার কেন্দ্রের


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট – জম্মু-কাশ্মীরের জন্য  একটি বিশেষ ব্যবস্থা চালু করল কেন্দ্র সরকার।  কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ টুইট করে জানান, জম্মু-কাশ্মীরের জনগণকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্বচ্ছ ও জনবান্ধব প্রশাসনের প্রতিশ্রুতি ধারাবাহিকভাবে চালু করা হচ্ছে। প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী জম্মু-কাশ্মীরের মানুষের জন্য স্বচ্ছ ও জনবান্ধব প্রশাসন প্রদানের উদ্দেশ্যে এবার থেকে জেলার জন্য সুশাসন সূচক চালু করা হবে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কাশ্মীরের কুড়ি টি জেলার জন্য জেলা সুশাসন সূচক প্রকাশ করা হলো কেন্দ্রের পক্ষ থেকে। এর ফলে জম্মু-কাশ্মীরের নাগরিকরা একের পর এক সুবিধা ও সুশাসন পেতে চলেছেন। এখনো পর্যন্ত কোন কেন্দ্রশাসিত অঞ্চলের জন্য এই পদক্ষেপ গ্রহণ করা হয়নি। এই উদ্দেশ্যে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে বক্তব্য রাখলেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং, জম্মু-কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা, জম্মু-কাশ্মীরের মুখ্য সচিব অরুণ কুমার মেহেতা প্রমুখরা।

এই প্রচেষ্টার মধ্যে দিয়ে বড় রকম প্রশাসনিক সংস্কার ঘটানো হবে জম্মু-কাশ্মীরের রাজ্য ও জেলা স্তরে। জেলা প্রশাসনের পরিসংখ্যানের সমন্বয় থাকবে, সমস্ত জেলার কর্মক্ষমতার প্রমাণ ভিত্তিক মূল্যায়ন হবে, জেলাস্তরে কাঠামোগত প্রয়োজনীয় পরিবর্তন করা হবে, এই সমস্ত কিছু হলো এই প্রকল্পের মূল উদ্দেশ্য।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!