এখন পড়ছেন
হোম > রাজ্য > ভাগাড় কাণ্ডের তদন্তে সিআইডি, তাতেও কি ফিরবে আস্থা – উঠছে প্রশ্ন

ভাগাড় কাণ্ডের তদন্তে সিআইডি, তাতেও কি ফিরবে আস্থা – উঠছে প্রশ্ন

যে ভাগাড়কান্ডের জেরে টালমাটাল হয়েছিলো গোটা রাজ্য,এবার তারই তদন্তের দায়িত্ব নিল রাজ্য গোয়েন্দা বিভাগ। বজবজ থানা এলাকায় করা এফআইআর এর উপর ভিত্তি করেই এই মামলার দায়িত্ব নিলেন তাঁরা।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এ প্রসঙ্গে রাজনৈতিক সূত্র এর খবর থেকে উঠে এসেছে যে তথ্য সেদিকে নজর দেওয়া যাক। জানা গেছে,ভাগাড় কান্ডের খবর সামনে এসেছে প্রথম এই বজবজ থানা এলাকাতেই। লাগাতার চুলচেরা তদন্ত করে এই ভাগাড় কান্ডের আসল মাথা কোটিপতি বিশ্বনাথ ঘোড়ুই ওরফে মাংস বিশুকে বাগে আনতে পেরেছে পুলিশ। তাকে জেরা করতেই উঠে আসে একাধিক চাঞ্চল্যকর তথ্য।জানা যায় ভাগাড়কান্ডের জাল শুধু কোলকাতাতে নয়,ছড়িয়েছে গোটা রাজ্য জুড়েই। গোয়েন্দা বিভাগ প্রাথমিক তদন্তে এক বরফকলের ৫ জন ব্যক্তিকে সন্দেহ করেছেন। ইতিমধ্যে গ্রেফতার হয়েছেন ২ জন। তবে  লাগাতার তল্লাশি এখনো চলছে। আরো জানা গেছে, রাজ্যসরকার হাই পাওয়ার কমিটি গঠন করেছে এই কেসের শিকড়ে পৌছানোর তাগিদে। তারপরই কেসটি আসে সিআইডির হাতে। কারণ রাজ্যসরকারে সন্দেহ ছিল এই কেসের জট অনেক গভীরে রয়েছে যা উদ্ধার করা সম্ভব একমাত্র গোয়েন্দা বিভাগের দ্বারা। তাঁদের তদন্ত ইতিমধ্যেই সাড়া ফেলেছে। খুব জলদিই গোটা কান্ডের রহস্য সামনে আসবে বলে আশা করা যায় রাজ্য গোয়েন্দা বিভাগের কাছ থেকে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!