এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > পাহাড় সমস্যা জিইয়ে রাখছেন মুখ্যমন্ত্রী, বিস্ফোরক দাবী অশোক ভট্টাচার্যের

পাহাড় সমস্যা জিইয়ে রাখছেন মুখ্যমন্ত্রী, বিস্ফোরক দাবী অশোক ভট্টাচার্যের

পাহাড় নিয়ে টালমাটাল রাজ্য সমেত গোটা ভারত। এই সমস্যা দীর্ঘদিন তবে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর এই সমস্যা মিটে গিয়েছিলো বলে শাসকদলের দাবী ছিল, মুখ্যমন্ত্রীর ভাষায়, পাহাড় হাসছে। কিন্তু সম্প্রতি আবার উত্তাল অবস্থা পাহাড়ের, এই নিয়ে রাজ্য রাজনীতিও উত্তাল। বিরোধীরা ক্রমাগত দাবি করছে পাহাড়ের সমস্যা সমাধানে ব্যর্থ বর্তমান রাজ্য প্রশাসন।আর তাই বাধ্য হয়েই কেন্দ্রীয় বাহিনীর সাহায্য বার বার নিচ্ছেন মুখ্যমন্ত্রী। কার দোষে পাহাড় উত্তপ্ত তা নিয়ে কম বিতর্ক হয়নি এবার আবার সেই বিতর্কে ঘি ঢাললেন শিলিগুড়ি পুরসভার চেয়ারম্যান অশোক ভট্টাচার্য।
এদিন তিনি পাহাড়ের পরিস্থিতির বিষয়ে কথা বলতে গিয়ে পাহাড় সমস্যার জন্য বকলমে মুখ্যমন্ত্রীকেই দুষেছেন। তিনি প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন জিটিএ থাকতেও হিল এরিয়া ডেভলম্মেন্ট কমিটি গঠনের সিদ্ধান্ত নিলেন? তাঁর মতে পাহাড় সমস্যাকে জিইয়ে রেখে যে ভাবে একের পর এক পরীক্ষা-নিরীক্ষা করে চলেছেন মুখ্যমন্ত্রী তাতে পাহাড়ের সমস্যা আরও জটিল হবে। তাঁর বিস্ফোরক অভিযোগ, পাহাড়ে সমস্যা জিইয়ে রেখে ছেলেখেলা করছেন মুখ্যমন্ত্রী!

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!