এখন পড়ছেন
হোম > আন্তর্জাতিক > CORONA UPDATE – ভারতে আক্রান্ত দেড় হাজার ছাড়ালো, গোটা বিশ্বে সাড়ে ৮ লক্ষ, মৃত ৪২ হাজার

CORONA UPDATE – ভারতে আক্রান্ত দেড় হাজার ছাড়ালো, গোটা বিশ্বে সাড়ে ৮ লক্ষ, মৃত ৪২ হাজার

করোনা ভাইরাসের ভয়াল থাবায় গোটা বিশ্ব কার্যত অবরুদ্ধ। কিন্তু সম্পূর্ণভাবে লকডাউন করেও আটকানো যাচ্ছে না এর গতি। যেসব দেশে গোষ্ঠী সংক্ৰমণ শুরু হয়ে গেছে বা তৃতীয় অথবা চতুর্থ স্টেজে পৌঁছে গেছে করোনা সংক্ৰমণ – সেখানে অবস্থা আরও ভয়ানক।

শেষ খবর পাওয়া পর্যন্ত গোটা বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়িয়ে গেল সাড়ে ৮ লক্ষ! একনজরে দেখে নিন করোনার ভয়ানক আক্রমনের শেষ পাওয়া তথ্য –

১. বিশ্বজুড়ে মোট আক্রান্তের সংখ্যা – ৮ লক্ষ ৫৯ হাজার ৩৪৬
২. বিশ্বজুড়ে মোট মৃতের সংখ্যা – ৪২ হাজার ৩৩৫
৩. চিকিৎসায় সাড়া দিয়ে ভালো হয়েছেন – ১ লক্ষ ৭৮ হাজার ১৩১
৪. বর্তমানে মোট চিকিৎসাধীন – ৬ লক্ষ ৩৮ হাজার ৮৮০
৫. অত্যন্ত আশঙ্কাজনক অবস্থা – ৩২ হাজার ৮৯৮

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এখনও পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা হাজার ছাড়িয়েছে যে সব দেশে –
১. আমেরিকা – ১,৮৮,৫৭৮
২. ইতালি – ১,০৫,৭৯২
৩. স্পেন – ৯৫,৯২৩
৪. চীন – ৮২,৫৪৫
৫. জার্মানি – ৭১,৮০৮
৬. ফ্রান্স – ৫২,১২৮

৭. ইরান – ৪৪,৬০৫
৮. ইংল্যান্ড – ২৫,১৫০
৯. সুইজারল্যান্ড – ১৬,৬০৫
১০. তুরস্ক – ১৩,৫৩১
১১. বেলজিয়াম – ১২,৭৭৫
১২. নেদারল্যান্ড – ১২,৫৯৫

১৩. অস্ট্রিয়া – ১০,১৮০
১৪. দক্ষিণ কোরিয়া – ৯,৮৮৭
১৫. কানাডা – ৮,৬১২
১৬. পর্তুগাল – ৭,৪৪৩
১৭. ব্রাজিল – ৫,৮১২
১৮. ইজরায়েল – ৫,৩৫৮

১৯. অস্ট্রেলিয়া – ৪,৮২৮
২০. নরওয়ে – ৪,৬৪১
২১. সুইডেন – ৪,৪৩৫
২২. চেক রিপাবলিক – ৩,৩০৮
২৩. আয়ারল্যান্ড – ৩,২৩৫
২৪. ডেনমার্ক – ২,৮৬০

২৫. মালয়েশিয়া – ২,৭৬৬
২৬. চিলি – ২,৭৩৮
২৭. রাশিয়া – ২,৩৩৭
২৮. পোল্যান্ড – ২,৩১১
২৯. ইকুয়েডর – ২,৩০২
৩০. রোমানিয়া – ২,২৪৫

৩১. জাপান – ২,১৭৮
৩২. লুক্সেমবার্গ – ২,১৭৮
৩৩. ফিলিপিন্স – ২,০৮৪
৩৪. পাকিস্তান – ২,০৩৯
৩৫. থাইল্যান্ড – ১,৭৭১
৩৬. ভারত – ১,৬৬৩ (মৃত – ৫০, ঠিক হয়েছেন – ১৫০, চিকিৎসাধীন – ১,৪৬৩)

৩৭. সৌদি আরব – ১,৫৬৩
৩৮. ইন্দোনেশিয়া – ১,৫২৮
৩৯. ফিনল্যান্ড – ১,৪১৮
৪০. দক্ষিণ আফ্রিকা – ১,৩৫৩
৪১. গ্রীস – ১,৩১৪
৪২. মেক্সিকো – ১,২১৫

৪৩. পানামা – ১,১৮১
৪৪. আইসল্যান্ড – ১,১৩৫
৪৫. ডমিনিকান রিপাবলিক – ১,১০৯
৪৬. পেরু – ১,০৬৫
৪৭. আর্জেন্টিনা – ১,০৫৪

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!