সিপিএম কর্মী খুন অভিযোগের তীর তৃণমূলের দিকে রাজ্য February 22, 2018 দক্ষিণ ২৪ পরগণার কাকদ্বীপ থানা এলাকায় পুরানো শত্রুতার জেরে সিপিএম কর্মী নরেশ হালদার কে খুন করার অভিযোগ উঠল স্থানীয় তৃণমূল নেতা ভীষ্ম পাত্রের বিরুদ্ধে। মৃত সিপিএম কর্মী নরেশ হালদারের পরিবার সূত্রে জানা যায় , সোমবার বাজারে গিয়েছিল নরেশ৷ তখন তাকে নিজের বাড়িতে ডেকে পাঠায় ভীষ্ম৷ আর অনুমান করা হচ্ছে যে সেখানেই তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয় ৷আরো জানা যাচ্ছে যে তৃণমূল নেতা ভীষ্ম পাত্র একসময় সিপিএম দলের সদস্য ছিলেন। পরবর্তীতে সরকার বদলের সময় তিনি দল বদল করেন । তবে রাজনৈতিক নানা বিষয় নিয়ে দু’জনের মধ্যে মত বিরোধ লেগেই থাকত ৷ দীর্ঘদিন ধরেই ছিল এই মতবিরোধ চলে আসছিলো । আর এই বিবাদের জেরেই খুন হতে হয়েছে নরেশকে এমন তথ্য উঠে আসছে ৷ আপনার মতামত জানান -