এখন পড়ছেন
হোম > জাতীয় > খেজুরিতে দিলীপ ঘোষের মিছিলে হামলা, অভিযোগের তীর তৃণমূল বিধায়ক ও রাজ্য পুলিশের দিকে

খেজুরিতে দিলীপ ঘোষের মিছিলে হামলা, অভিযোগের তীর তৃণমূল বিধায়ক ও রাজ্য পুলিশের দিকে

রাজ্যের শাসক দল তৃণমূলের কর্মী সমর্থকদের সন্ত্রাসের জেরে বিরোধীরা ঠিকমতো প্রচার পর্ব চালাতে পারছে না বলে দীর্ঘদিন ধরেই অভিযোগ করে আসছে বাংলার বিরোধী রাজনৈতিক দলগুলো। আর এবার নির্বাচনের দামামা বাজার পর যখন পাঁচ দফায় বাংলার নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেছে, বাকি রয়েছে আরও দুই দুইটি দফা, ঠিক তারই আগে রোড শো চলাকালীন খেজুরি এলাকায় বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এবং অসমের বিজেপি সরকারের অর্থমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার কনভয়ে হামলা চালানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে।

সূত্রের খবর, মঙ্গলবার বিকেলে খেজুরিতে বিজেপির রোড শোর আগে এখানকার বিজেপি নেতা কর্মীদের ওপর হামলা চালানো হয়। আর যেখানে গুরুতর জখম হন বিজেপি প্রার্থী দেবাশিস সামন্ত সহ 12 জন কর্মী-সমর্থক। এদিকে এই ঘটনার পরই কুঞ্জপুরে একটি অবস্থান বিক্ষোভে বসে পড়েন বিজেপি কর্মী সমর্থকরা।

আর দলীয় কর্মী সমর্থকরা বিক্ষোভ করছে এই খবর পেয়ে সেই কুঞ্জপুরের উদ্দেশ্যে রওনা দিলে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের কনভয়ে হামলা চালানো হয় বলে অভিযোগ উঠে। জানা গেছে, খেজুরির তেতুলতলা বাজারে বিজেপি রাজ্য সভাপতির এই কনভয়ে হামলা চালানোর পাশাপাশি তার সাথে থাকা 15 টি বাইকও ভাঙচুর করা হয়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিন দিলীপবাবুর সাথে থাকা অসমের অর্থমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার কনভয়েও হামলা চালায় তৃণমূল বলে অভিযোগ করে বিজেপি। তবে এতকিছুর পরও সমস্ত বাধাকে অতিক্রম করে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ সেই কুঞ্জপুরে পৌছলে তৃণমূলের নেতাকর্মীরা তাকে দীর্ঘক্ষণ আটকে রাখে। পরে সন্ধ্যা সাড়ে সাতটার পর সেখানে পুলিশ বাহিনী এসে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ সহ বিজেপির নেতাকর্মীদের উদ্ধার করে বলে জানা গেছে।

কিন্তু কেন বিজেপির রাজ্য সভাপতির ওপর এহেন হামলা হল? এদিন এই প্রসঙ্গে তমলুক জেলা বিজেপির সাধারণ সম্পাদক নীলাঞ্জন অধিকারী বলেন, “তৃণমূল বিধায়ক রনজিৎ মন্ডলের নেতৃত্বে পুলিশের উপস্থিতিতে পরিকল্পিতভাবে আমাদের রোড শোতে যোগ দিতে আসা প্রার্থী এবং নেতাকর্মীদের ওপরে এই হামলা চালানো হয়েছে।”

অন্যদিকে এই ঘটনাকে সম্পূর্ণরূপে অস্বীকার করেছেন স্থানীয় তৃণমূল বিধায়ক রনজিৎ মন্ডল। এদিন তিনি বলেন, “এদিন রাস্তার ধারে আমরা যখন কর্মীসভা করছিলাম, তখন জয় শ্রীরাম ধ্বনি দিতে দিতে বিজেপি নেতা কর্মীরা এসে আমার গাড়িতে ভাঙচুর করে। আর তাতেই উত্তেজিত হয়ে স্থানীয় বাসিন্দা ও দলের কর্মীরা বিজেপি প্রার্থী সহ নেতাকর্মীদের আটকে রাখে। কাউকে কোনো মারধর করা হয়নি। দিলীপ ঘোষের কনভয়ে হামলা চালানোর অভিযোগও ভিত্তিহীন। আসলে ওরা শান্ত খেজুড়িকে অশান্ত করতেই এই ধরনের মিথ্যা অভিযোগ করছে।”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!