প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- ভারত-পাক যুদ্ধের আবহের সময় কাশ্মীর থেকে শুরু করে রাজস্থান, দেশের একাধিক রাজ্যের একাধিক জায়গায় রাতের আকাশে উড়তে দেখা গিয়েছিল ড্রোন। আর যখনই ড্রোন উড়তে শুরু করেছিল, তখনই সেখানে তৈরি হয়েছিল আতঙ্কের পরিবেশ। মুহূর্তের মধ্যে ব্ল্যাকআউট হয়ে গিয়েছিল এলাকা। তবে বর্তমানে দুই দেশের মধ্যে যখন সংঘর্ষ বিরতি চলছে, ঠিক তখনই এবার কলকাতার আকাশে ড্রোন উড়তে দেখা গিয়েছে বলে খবর সামনে এলো। আর সেই খবরের রীতিমত রাতের ঘুম উড়েছে সাধারণ মানুষের।
সূত্রের খবর, দুদিন আগেই কলকাতার বন্দর এলাকা থেকে বহুতল ফর্টি টু এলাকার মধ্যে বেশ কয়েকটি ড্রোন ওড়ার খবর পাওয়া যায়। আর তারপর থেকেই সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে যে, কলকাতায় কেন এই ড্রোন উড়ছে? তাহলে কি কেউ বা কারা নজর চালাচ্ছে শহর কলকাতায়! এবার কি জঙ্গিদের টার্গেট হয়ে উঠেছে কলকাতা? ইতিমধ্যেই সেই ব্যাপারে শুরু হয়েছে তদন্ত।
কেন কলকাতার আকাশে এই ড্রোন দেখতে পাওয়া গেল? সেনার পক্ষ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, কলকাতায় যে ড্রোন দেখার খবর পাওয়া গিয়েছে, বর্তমানে তার তদন্ত চলছে। সেক্ষেত্রে সাধারণ মানুষকে অযথা জল্পনা না করার পরামর্শই দিয়েছে সেনাবাহিনী। পাশাপাশি এই ঘটনার সত্যতা এবং গুরুত্ব যদি কিছু থাকে তাহলে তা জনসমক্ষে আনা হবে বলেও জানিয়ে দেওয়া হয়েছে। তবে তদন্তে যাই উঠে আসুক, কলকাতার আকাশে হঠাৎ করেই এই ড্রোনের চক্কর কাটা নিঃসন্দেহে চিন্তায় রাখছে শহরবাসীকে।