এখন পড়ছেন
হোম > অন্যান্য > এবার কি মানুষের আয়ু বাড়ানোর ওষুধ আবিষ্কার করে ফেলবেন বিজ্ঞানীরা? নতুন জল্পনা বিশ্ব জুড়ে

এবার কি মানুষের আয়ু বাড়ানোর ওষুধ আবিষ্কার করে ফেলবেন বিজ্ঞানীরা? নতুন জল্পনা বিশ্ব জুড়ে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সমস্ত মানুষের কাছে মৃত্যুর একটি ভয়ঙ্কর রূপ আছে। জন্মের পরিনামই যে মৃত্যু সেটা আমরা সবাই জন্ম থেকে জেনে আসি। জীবনের এক একটা দিন অতিক্রান্ত হওয়া মানে মৃত্যুর দিকে এগিয়ে যাওয়া একটু একটু করে। কিন্তু পৃথিবীর এই ধ্রুব সত্য জানা সত্বেও বিদায় নেওয়ার কথায় আমরা বলি,’ মরিতে চাহিনা আমি সুন্দর ভুবনে’। কিন্তু বেঁচে থাকার সেই স্বপ্ন এতদিন কেবল স্বপ্নই রয়ে গেছে।

তবে সম্প্রতি বিজ্ঞানীদের কিছু গবেষণায় হয়তো সে স্বপ্ন সফল হতে পারে এমনই ইঙ্গিত করা যাচ্ছে ।নেপথ্যে রয়েছে লিথিয়াম নামক একটি রাসায়নিক পদার্থ। ১৮০০ সালে ব্রাজিলের রসায়নবিদ ও রাজনীতিবিদ সিলভা যেটিকে আবিষ্কার করেছিলেন, সুইডেনের ইউটা দ্বীপের একটি খনি থেকে। রুপোলি সাদা ক্ষারীয় ধাতুটি পারমাণবিক বিক্রিয়া এবং থার্মনোক্লিয়ার অস্ত্র তৈরিতেই প্রধানত কাজে আসে। তবে কিভাবে কাজে লাগবে আপনার জীবনী শক্তি বাড়াতে?  আসুন জেনেনিন–

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আমাদের শরীরে GSK-3 নামক প্রোটিন মলিকিউল আয়ু বাড়াতে সাহায্য করে। তবে সম্প্রতি একটি গবেষণায় দেখা গেছে লিথিয়াম সেই আশঙ্কাকে ১৬% কমিয়ে দিতে সক্ষম হয়েছে। এর ফলেই আশা জেগেছে গবেষকদের মনে। সেক্ষেত্রে অন্তত ১০ বছর বাড়িয়ে দেওয়া যাবে জীবনের সময়। যা বয়স্ক মানুষদের ক্ষেত্রে অনেকটা ই লাভবান।

এক্ষেত্রে ওষুধ এমন ভাবেই তৈরি করা হবে যাতে ওষুধের সাইড এফেক্ট কম থাকে। কেবল বয়সজনিত অসুখই নয়, ক্যান্সার, ডায়াবেটিস, অ্যালজাইমারস এর মত রোগের রুগীদের জীবনের ঝুঁকির ক্ষেত্রেও পাওয়া যাবে অনেকটা সফলতা। তবে গবেষণা সফল হলেও, আপাতত ১২ বছরের আগে সেই আশা পূর্ণ হবে না বলেই জানিয়েছেন বিজ্ঞানীরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!