এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ >  “এটা জনতার রায় নয়” কোচবিহারের ফলাফল নিয়ে চমকে দিলেন শুভেন্দু! চাপে প্রশাসন!

 “এটা জনতার রায় নয়” কোচবিহারের ফলাফল নিয়ে চমকে দিলেন শুভেন্দু! চাপে প্রশাসন!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-এবারের লোকসভা নির্বাচনে অনেক আসন বিজেপি পাবে বললেও, ফলাফল উল্টো কথা বলেছে। যেখানে ২০১৯ সালের থেকেও আসন কমেছে বিজেপির। কিন্তু ভোট শতাংশ অনেকটাই বেড়েছে। আর এই পরিস্থিতিতে অনেক জেতা আসন কি করে বিজেপি হেরে গেল, সেটা আজও অনেকের কাছেই প্রশ্নের বিষয়। যার মধ্যে অন্যতম কোচবিহার লোকসভা কেন্দ্র। কিছুদিন আগে এই কেন্দ্রের বিজেপির পরাজিত প্রার্থী নিশীথ প্রামানিক অভিযোগ করেছিলেন, ইভিএম বদল করে দেওয়া হয়েছে। আর এবার উত্তরবঙ্গে পা রেখে সেই কোচবিহারের ফলাফল নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

প্রসঙ্গত, আজ বাগডোগরা বিমানবন্দরে নেমে কোচবিহারের ফলাফল নিয়ে ভয়ংকর অভিযোগ করেন শুভেন্দু অধিকারী। যেখানে তিনি বলেন, “এটা জনতার রায় নয়। প্রশাসনকে কাজে লাগিয়ে এই ফলাফল হয়েছে। কোচবিহারে আমি শুনেছি 18 রাউন্ড পর্যন্ত আমাদের প্রার্থী নিশীথ প্রামাণিক এগিয়েছিলেন। 19 এবং 20 রাউন্ডে যে ইভিএম ওখানে রাখা ছিল, সেখানে ফর্ম নম্বর মেলেনি। সুতরাং বোঝাই যাচ্ছে, কি হয়েছে।”

অর্থাৎ নিশীথ প্রামাণিকের সুরেই সুর মিলিয়ে প্রশাসনকে কাজে লাগিয়ে শেষ দুই রাউন্ডে গোলযোগ করেই যে এখানে বিজেপি প্রার্থীকে হারিয়ে দেওয়া হয়েছে, সেই ব্যাপারে সোচ্চার হলেন শুভেন্দু অধিকারী। যার ফলে কিছুটা হলেও চাপের মুখে স্থানীয় প্রশাসন বলেই মনে করছেন রাজনৈতিক সমালোচকরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!