এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > ফাঁকা চেয়ারে পুলিশ বসিয়েই ভরানো হচ্ছে তৃণমূলের সভা? ভয়ংকর তথ্য ফাঁস!

ফাঁকা চেয়ারে পুলিশ বসিয়েই ভরানো হচ্ছে তৃণমূলের সভা? ভয়ংকর তথ্য ফাঁস!


 

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- ভোট না থাকার সময় সরকারি মেশিনারীকে কাজে লাগিয়ে বিভিন্ন স্কুল, কলেজের ছাত্র-ছাত্রীদের নিজের সভায় আনতেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী। অন্তত তেমনটাই অভিযোগ রাজ্যের বিরোধী দলনেতার। কিন্তু এখন ভোট চলাকালীন সেই কাজ করতে পারছেন না তিনি। যার ফলে তার অনেক সভাতেই লোক ভরছে না। তবে অনেক জায়গা সভাতে লোক না হওয়ার জন্য পুলিশকে সিভিল ড্রেসে চেয়ার ভরানোর ব্যবস্থা করানোর দায়িত্ব দিচ্ছেন তৃণমূলের নেতারা। আজ এই ব্যাপারে ভয়ংকর তথ্য ফাঁস করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

প্রসঙ্গত, এদিন এই ব্যাপারে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তৃণমূলকে কড়া ভাষায় আক্রমণ করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, “পুলিশই তো তৃণমূলকে চালাচ্ছে। আজকে পিসি ভাইপোর সভায় লোক হচ্ছে না। সেই কারণে পুলিশকে সিভিল ড্রেসে থাকা চেয়ারগুলো ভরানোর দায়িত্ব দেওয়া হয়েছে। সিভিল ড্রেসে থাকা পুলিশ সেই চেয়ার ভরাচ্ছে।”

অর্থাৎ পুলিশ যে কতটা দলদাস হতে পারে এবং নির্বাচনের সময় যে পুলিশ নিজেদের দায়িত্ব পালন না করে তৃণমূলের দাসত্ব করছে, তার প্রমাণ দিয়ে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা। যার ফলে ভোটের মাঝে রীতিমত জেরবার হতে হচ্ছে এই রাজ্যের শাসক দলকে। দিনের শেষে তেমনটাই বলছেন রাজনৈতিক সমালোচকরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!