এখন পড়ছেন
হোম > জাতীয় > করোনা নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে এবার মুখ খুললেন আরেক অর্থনীতিবিদ, জল্পনা তুঙ্গে

করোনা নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে এবার মুখ খুললেন আরেক অর্থনীতিবিদ, জল্পনা তুঙ্গে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – দেশজুড়ে করোনার প্রকোপ তীব্র। সাধারণ মানুষের আতঙ্ক চরমে উঠেছে। প্রায় প্রতিদিন হাজার হাজার মানুষের মৃত্যু হচ্ছে। বিরোধীরা প্রায় সবাই মুখর দেশের স্বাস্থ্য ব্যবস্থার পরিকাঠামো ভেঙে পড়েছে বলে। অভিযোগের তীর কেন্দ্রীয় সরকারের দিকে। তবে এতদিন বিরোধীরা বললেও তাতে বিশেষ কর্ণপাত করেনি কেন্দ্রীয় সরকার। কিন্তু এবার কেন্দ্রীয় সরকারের ভূমিকার বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া দিলেন দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এর স্বামী পারাকালা প্রভাকর। তিনি কেন্দ্রীয় সরকারের প্রতি চরম ক্ষোভ প্রকাশ করে জানিয়েছেন, এতদিন ধরে দেশের স্বাস্থ্য ব্যবস্থার পরিকাঠামোর উন্নতি কিছুই হয়নি।

তার বদলে শুধুমাত্র প্রদীপ জ্বালানো, হাততালি দেওয়া চলেছে। প্রসঙ্গত, গতবছর করোনার মারাত্মক পরিস্থিতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশবাসীর কাছে আবেদন রেখেছিলেন, কখনো থালা বাজানোর, কখনো হাততালি দেওয়ার, কখনো প্রদীপ জ্বালানোর। খুব স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে, দেশের অর্থমন্ত্রীর স্বামীর অভিযোগের তীর কেন্দ্রীয় সরকারের দিকে অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দিকে। প্রসঙ্গত নির্মলা সীতারামনের স্বামী নিজেও একজন নামকরা অর্থনীতিবীদ। বছরখানেক আগেও তিনি কেন্দ্রের অর্থনৈতিক পলিসি নিয়ে ব্যাপক সমালোচনা চালিয়েছিলেন। আর এবার নিজের ইউটিউব চ্যানেলে করোনার মোকাবিলায় সরকারের ব্যর্থতার প্রসঙ্গ তোলেন তিনি।

স্বাভাবিক ভাবেই দেশের অর্থমন্ত্রীর স্বামীর এই প্রতিক্রিয়া দেওয়া নিয়ে হইচই শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক মহলে। নিজের ইউটিউব চ্যানেলে কেন্দ্রীয় সরকারের দিকে অভিযোগের আঙুল তুলে নির্মলার স্বামী পারাকালা প্রভাকর মন্তব্য করেন, দেশের সরকার সমস্ত রকম কঠিন প্রশ্ন এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে। এমনকি প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের দেওয়া প্রস্তাবের পরিপ্রেক্ষিতে রূঢ় প্রতিক্রিয়া দিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী। প্রসঙ্গত, কিছুদিন আগেই প্রাক্তন প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিং করোনা পরিস্থিতি সামাল দিতে বেশ কিছু পরামর্শ দিয়েছিলেন। কিন্তু কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডঃ মনমোহন সিংকে যথেষ্ট রুক্ষভাবে পাল্টা প্রতিক্রিয়া দেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এই নিয়ে স্বাভাবিকভাবেই জল্পনা শুরু হয়। এই প্রসঙ্গ তুলে ধরেছেন পারাকালা প্রভাকর। এদিন প্রভাকর আরো জানিয়েছেন, লকডাউন করে করোনার সমস্যার সমাধান হবেনা, বরং টিকাকরণের ব্যবস্থা করতে হবে। লকডাউনের সময় স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি করা যেত বলে দাবি করেছেন তিনি। একই সাথে তিনি দুঃস্থদের আর্থিক প্যাকেজ না দিয়েই চটকদার বিবৃতি নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি দেশের সরকারকে। কেন্দ্রীয় সরকারকে তিনি নিষ্ঠুর বলে অভিহিত করেছেন।

রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, যেখানে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে থেকে কাজ করে চলেছেন মোদির মন্ত্রীসভায়, সেখানে অর্থমন্ত্রীর স্বামী যেভাবে প্রকাশ্যেই কেন্দ্রীয় সরকারের ব্যর্থতা নিয়ে মুখ খুললেন তা যথেষ্ট অস্বস্তিজনক কেন্দ্রীয় বিজেপি সরকারের কাছে। যদিও এখনো পর্যন্ত কেন্দ্রীয় অর্থমন্ত্রী বা কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এই ঘটনার পরিপ্রেক্ষিতে কোন প্রতিক্রিয়া দেওয়া হয়নি। তবে ঘটনাটি নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে, তা বলাইবাহুল্য।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!