এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > দুর্যোগ মোকাবিলায় ব্যর্থ রাজ্য, বিস্ফোরক শুভেন্দু!

দুর্যোগ মোকাবিলায় ব্যর্থ রাজ্য, বিস্ফোরক শুভেন্দু!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  ভয়াবহ দুর্যোগ মোকাবিলায় শাসক এবং বিরোধী একসাথে কাজ করবে বলেই আশা করেছিলেন সকলে। এমনকি বিরোধী নেতা থেকে শুরু করে শাসকদলের নেতাদের গলাতেও সেই সুর স্পষ্ট হয়ে গিয়েছিল। তবে ভয়াবহ দুর্যোগ আছড়ে পড়ার পরে বিভিন্ন জায়গায় বাঁধ ভাঙতে শুরু করে। শুধু তাই নয়, সাধারণ মানুষ ইতিমধ্যেই নিজেদের বাড়িঘর ছেড়ে ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন।

আর এই পরিস্থিতিতে দুর্যোগ মোকাবিলায় রাজ্য সরকার যে সম্পূর্ণরূপে ব্যর্থ, সেই ব্যাপারে কটাক্ষ ছুড়ে দিলেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রীতিমত সাংবাদিক বৈঠক করে রাজ্যের শাসকদলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিতে দেখা গেল এই বিজেপি নেতাকে। যার জেরে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে রাজ্য রাজনীতিতে।

সূত্রের খবর, বৃহস্পতিবার একটি সাংবাদিক বৈঠক করেন নন্দীগ্রামের বিজেপির বিধায়ক শুভেন্দু অধিকারী। আর সেখানেই দুর্যোগ মোকাবিলায় রাজ্য সরকার সম্পূর্ণরূপে ব্যর্থ বলে কটাক্ষ ছুড়ে দেন তিনি। রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা বলেন, “ইয়াস মুকাবিলায় রাজ্য সরকার একদম ব্যর্থ। সাত আট দিন আগে থেকেই এই বিপর্যয় সম্পর্কে অবগত ছিল রাজ্য সরকার। বাঁধগুলোর অবস্থা শোচনীয়। সেগুলো সংস্কার করা হয়নি। এই বিপর্যয়ে মানুষ চরম কষ্টের মধ্যে রয়েছেন। আমরা রাজ্য সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত। কিন্তু দুর্গত এলাকায় বিজেপি বিধায়কদের ঢুকতে দেওয়া হচ্ছে না। প্রচার না করে আসল কাজটা করুক সরকার। এই বিপর্যয়ে তৃণমূল এবং প্রশাসনের লোকজনকে দেখতে পাচ্ছি না।”

আর প্রশাসন থেকে শুরু করে রাজ্যপাল যখন দুর্যোগ মোকাবিলায় সরকারের ভূমিকার প্রশংসা করছেন, তখন শুভেন্দু অধিকারীর এই মন্তব্য নিয়ে শুরু হয়ে গিয়েছে চর্চা। অনেকে বলছেন, শুধুমাত্র বিরোধিতা করার জন্যই শুভেন্দু অধিকারী এই কথা বলছেন। তবে একাংশের দাবি, অনেক জায়গায় বাস্তবিক অর্থে বিজেপির জনপ্রতিনিধিদের ঢুকতে দেওয়া হচ্ছে না। তাই সেই ব্যাপারে সরব হয়ে দুর্যোগের সময় পক্ষপাতিত্বের অভিযোগ তুলে প্রশাসনের ব্যর্থতাকেই সামনে নিয়ে আসলেন এই বিজেপি নেতা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিশ্লেষকরা বলছেন, গত এক বছর আগে যখন আমপান দুর্যোগ এসেছিল, তখন রাজ্যের শাসকদলের সঙ্গে জড়িত ছিলেন এই শুভেন্দু অধিকারী। তখন রাজ্য মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি‌। সেদিক থেকে তখন তাকে মানুষের পাশে দাঁড়াতে দেখা গিয়েছিল। কিন্তু এক বছর ঘুরতে না ঘুরতেই পরিস্থিতি সম্পূর্ণরূপে পাল্টে গিয়েছে। বিধানসভা নির্বাচনের আগে সেই শুভেন্দু অধিকারী যোগ দিয়েছেন ভারতীয় জনতা পার্টিতে। বর্তমানে তিনি নন্দীগ্রামের বিজেপি বিধায়ক। এমনকি রাজ্য বিধানসভায় বিজেপির বিরোধী দলনেতা।

তবে প্রথম থেকেই বিজেপির পক্ষ থেকে সরকারকে দুর্যোগে সবসময় সহযোগিতা করে আসা হবে বলে জানিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু দুর্যোগ মোকাবিলায় রাজ্য সরকার সম্পূর্ণরূপে ব্যর্থ বলে যে কটাক্ষ ছুড়ে দিলেন শুভেন্দু অধিকারী, তাতে শাসকদল কিছুটা হলেও অস্বস্তির মুখে পড়ে গেল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, বিরোধী দলনেতার এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে তৃণমূলের পক্ষ থেকে পাল্টা কোনো প্রতিক্রিয়া আসে কিনা, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!