এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > ফের মোদীর শরণাপন্ন মমতা, প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর! জেনে নিন কারন!

ফের মোদীর শরণাপন্ন মমতা, প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর! জেনে নিন কারন!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- নির্বাচনের সময় যা ইচ্ছে তাই বলে ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু নরেন্দ্র মোদীকে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রীর আসনে বসা থেকে হাজার জোট গঠন করেও আটকাতে পারেননি এই রাজ্যের মুখ্যমন্ত্রী। আর এবার সেই প্রধানমন্ত্রীর শরণাপন্নই হতে হলো বাংলার মুখ্যমন্ত্রীকে। আবার একটি বিষয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে খবর পাওয়া যাচ্ছে।

সূত্রের খবর, আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে একটি চিঠি পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু হঠাৎ করে কি চিঠি পাঠালেন তিনি? জানা গিয়েছে, আগামী পয়লা জুলাই থেকে ভারতবর্ষের তিনটি আইন কার্যকরী হচ্ছে। যার মধ্যে অন্যতম ভারতীয় ন্যায় সংহিতা, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা সহ আরও একটি আইন। তাই এই বিষয়েই প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী।

এক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন যে, যাতে পয়লা জুলাই থেকে এই আইন কার্যকর করা না হয়। পাশাপাশি গোটা বিষয়ে সংসদে আরও একবার আলোচনার দাবি জানিয়েছেন বাংলার প্রশাসনিক প্রধান। তবে মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীকে এই চিঠি দিলেও শেষ পর্যন্ত কি পদক্ষেপ গ্রহণ করেন নরেন্দ্র মোদী, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!