প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট – ফুরফুরা শরিফ ও তৃণমূল কংগ্রেসের সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরে চলা জল্পনায় এবার পরিষ্কার বার্তা দিল রাজ্যের শাসকদল। প্রভাবশালী ধর্মীয় কেন্দ্র ফুরফুরা শরিফের পীরজাদা কাশেম সিদ্দিকীকে তৃণমূলের রাজ্য সম্পাদক হিসাবে নিয়োগ করেছে দল। সোমবার এক প্রেস বিবৃতিতে ঘাসফুল শিবির এই ঘোষণা করে। একইসঙ্গে, কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া শঙ্কর মালাকারকে দলের রাজ্য সহ-সভাপতি পদে বসানো হয়েছে। এই দুই ঘোষণাই আসন্ন রাজনৈতিক সমীকরণে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।