প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
শিক্ষা নিয়োগ দুর্নীতির পাশাপাশি বহুদিন আগেই উঠে এসেছে পুরো নিয়োগ দুর্নীতি মামলার খবর। তবে বারবার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তদন্ত চালালেও, তাদের ভূমিকা নিয়েও অনেক প্রশ্ন রয়েছে সাধারণ মানুষের মধ্যে। কিছুদিন আগেই তারা এই পুর নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের মন্ত্রী সুজিত বসু অফিস এবং তার ছেলের রেস্টুরেন্টে হানা দিয়েছিল। সেখানে দীর্ঘক্ষণ তল্লাশি চালানো হয়েছিল। পরবর্তীতে সম্প্রতি ইডির পক্ষ থেকে সুজিত বসুর স্ত্রী, পুত্র, কন্যা এবং জামাইকে তলব করা হয়। গতকাল সুজিতবাবুর পুত্র সমুদ্র বসুকে দীর্ঘক্ষন ধরে জেরা করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছে যায় যে, রাত বাড়তে শুরু করলেও, ঘন্টার পর ঘন্টা জেরা চললেও, কেন ছাড়া হচ্ছে না মন্ত্রী পুত্রকে, তা নিয়ে অনেকের মধ্যেই শুরু হয় টেনশন। আর ছেলে দীর্ঘক্ষন ধরে জেরার মুখোমুখি রয়েছে এবং কখন ছাড়া পাবে, তা নিয়ে নিশ্চিতভাবেই প্রকাশ্যে কিছু না বললেও যে মনে মনে একটা গভীর উদ্বেগ কাজ করছিল রাজ্যের মন্ত্রী সুজিত বসুর মধ্যেও, তাতে এক প্রকার নিশ্চিত সকলেই। কিন্তু শেষ পর্যন্ত কি হলো সুজিত বসুর পুত্র সমুদ্র বসুর?

গতকাল ইডি দপ্তরে জেরা শুরু হয়েছিল রাজ্যের মন্ত্রী সুজিত বসুর পুত্র সমুদ্র বসুর। কিছুদিন আগেই তার রেস্টুরেন্টে হানা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। যেখান থেকে প্রচুর অর্থ উদ্ধার হয়েছে বলে ইতিপূর্বেই অভিযোগ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। স্বাভাবিকভাবেই সকলের মধ্যেই একটা কৌতুহল ছিল যে, ইডি তো ডাকাডাকি শুরু করেছে। কিন্তু পদক্ষেপ হবে কিছু! নাকি এবারেও ডাকাডাকি করেই তারা ছেড়ে দেবে? তবে গতকাল ইডি যে প্রক্রিয়ায় জেরা শুরু করেছিল, তাতে সমুদ্র বসুকে নিয়ে তার পরিবারের মধ্যেও যে চাপা টেনশন কাজ করছিল, সেই ব্যাপারে নিশ্চিত ছিলেন প্রত্যেকেই। তবে দীর্ঘ জেরা শেষে অবশেষে ইডি দপ্তর থেকে বেরিয়ে এসেছেন মন্ত্রী পুত্র।

জানা গিয়েছে, গতকাল প্রায় দীর্ঘক্ষণ ধরে জেরা করা হয় সুজিত বসুর পুত্র সমুদ্র বসুকে। দীর্ঘ জেরা করা হলেও তিনি কখন বাইরে বেরিয়ে আসবেন, তার দিকেই সকলে তাকিয়ে ছিলেন। অনেকে আবার বলতে শুরু করেছিলেন, তাহলে কি সমুদ্র বসুর বিরুদ্ধে বড় কোনো পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা? কিন্তু ম্যারাথন জিজ্ঞাসাবাদ হলেও শেষ পর্যন্ত রাতেই ইডির দপ্তর থেকে বেরিয়ে এলেন সুজিত বসুর পুত্র। বাইরে বেরিয়ে এসে তিনি জানিয়ে দিলেন যে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তাকে যা যা জিজ্ঞাসাবাদ করেছে, তিনি তার সবটাই তাদের জানিয়ে দিয়েছেন। তবে ম্যারাথন জিজ্ঞাসাবাদের পরেই গোটা প্রক্রিয়া থমকে যায়, নাকি আবারও এই মন্ত্রী পুত্রকে ডেকে পাঠায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, সেদিকেই নজর থাকবে সকলের।