এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > গণতন্ত্র ধ্বংসের নয়া কৌশল তৃণমূলের? বারুইপুরে সৃজনকে হেনস্থা! উত্তপ্ত এলাকা!

গণতন্ত্র ধ্বংসের নয়া কৌশল তৃণমূলের? বারুইপুরে সৃজনকে হেনস্থা! উত্তপ্ত এলাকা!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-ভোটের মধ্যে যেখানেই তৃণমূল বিরোধী নেতা-নেত্রীদের দেখছে, সেখানেই তারা স্লোগান দিয়ে বিক্ষোভ দেখাচ্ছে। আজকেও যখন সপ্তম দফার ভোট চলছে, যখন বিরোধী প্রার্থীরা বিভিন্ন বুথ ঘুরছেন, তখন সেই বুথে যাতে তারা যেতে না পারেন, তার জন্য গণতন্ত্র ধ্বংসের নয়া কৌশল শুরু করেছে এই রাজ্যের শাসক দল বলে অভিযোগ। যেখানে বারুইপুরে সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্য জেতেই তাকে উদ্দেশ্য করে গো ব্যাক শ্লোগান এবং বিক্ষোভ দেখাতে শুরু করেন তৃণমূল কর্মীরা। যাকে কেন্দ্র করে রীতিমত উত্তাল হয়ে উঠেছে এলাকা।

সূত্রের খবর, এদিন বারুইপুরের হিমচি প্রাথমিক বিদ্যালয় বুথে তার দলীয় এজেন্টকে বের করে দেওয়া হয়েছে বলে খবর পান সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্য‌। আর সাথে সাথেই সেখানে ছুটে যান তিনি। কিন্তু তিনি যাওয়ার সঙ্গে সঙ্গেই তৃণমূলের পক্ষ থেকে তাকে উদ্দেশ্য করে স্লোগান দেওয়ার প্রক্রিয়া শুরু হয়। যাতে বাম প্রার্থী বুথের ভেতরে ঢুকতে না পারেন, তার জন্য বাধাদান করতে শুরু করেন তৃণমূলের কর্মীরা।

একাংশ বলছেন, এটাই তৃণমূলের গণতন্ত্রকে ধ্বংস করার নতুন কৌশল। বুথের ভেতরে তারা নিজেদের মত করে ভোট করাবে, সব নিজেদের দখলে নেবে, সেই কারণেই বিরোধী প্রার্থীদের দেখলেই তারা বাধা দান করছে। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!