প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- এই রাজ্যে জঙ্গিরা তাদের ঘাঁটি বানিয়ে পুরো বাংলাকে মুক্তাঞ্চলে পরিণত করেছে বলে অভিযোগ বিরোধীদের। আর এসবের মধ্যেই সীমান্তে যখন উস্কানির মত পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে, ঠিক তখনই সম্প্রতি উত্তরকন্যা সভা থেকে সীমান্তে নজরদারি বাড়ানোর নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশকে নজরদারি বাড়ানোর কথা বললেও তলায় তলায় তার প্রশাসন যে কাজ করছে, এবার তা নিয়েই ভয়ংকর কথা বলে ফেললেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল।

প্রসঙ্গত, সম্প্রতি উত্তরবঙ্গে গিয়ে প্রশাসনিক বৈঠক থেকে সীমান্তে নজরদারি বাড়ানোর জন্য পুলিশকে আরও সক্রিয় হওয়ার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। তবে যে বাংলা জঙ্গিদের মুক্তাঞ্চল হয়ে গিয়েছে, সেই রাজ্যের মুখ্যমন্ত্রী বারবার করে নির্দেশ দিয়েই কেন থেমে থাকছেন? কেন তার পুলিশ পদক্ষেপ গ্রহণ করছে না? তার নির্দেশের পরেই সক্রিয় হয়ে কেন আবার ঘুমিয়ে যায় প্রশাসন! তা নিয়ে অনেকের মধ্যেই প্রশ্ন রয়েছে।

এদিন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ভয়ংকর মন্তব্য করেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল‌। তিনি বলেন, “গত ১৪ বছর ধরে রাজ্যে মুখ্যমন্ত্রী রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর এত বছর ধরে আমরা দেখছি যে, তিনি দু’রকম কথা বলেন। জনগণের সামনে এক কথা, আবার তাদের পেছনে আর এক কথা। উনি রাজ্য পুলিশকে আগেও এই ধরনের নির্দেশ সকলের সামনে দিয়েছেন। কিন্তু তারপরেও কিছু হয় না। আসলে ওনার ভোটব্যাংক ভরানোর জন্য রাজ্যে যে কাউকে ঢুকিয়ে দিতে পারেন। সে বাংলাদেশী হোক, রোহিঙ্গা হোক বা জঙ্গি হোক। এই ব্যাপারে তিনি ভেবে দেখেন না।”

বিশেষজ্ঞরা বলছেন, অগ্নিমিত্রা পালের এই বক্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সত্যিই তো তাই। এই রাজ্যের মুখ্যমন্ত্রী হুঁশিয়ারি দিলেও, পুলিশ তো তার কাজ করে না। তাহলে কি ওপরতলা থেকে বলা আছে যে, প্রকাশ্যে হুঁশিয়ারি দিলেও পুলিশ ঘুমিয়ে থাকবে! আর জঙ্গি, বাংলাদেশি রোহিঙ্গাদের মুক্তাঞ্চল হয়ে যাবে পশ্চিমবঙ্গ? দিনের শেষে তেমনটাই বলছেন রাজনৈতিক সমালোচকরা।