প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- এবার বড়সড় দুর্ঘটনা ঘটে গেল হরিণঘাটা পৌরসভা দুই নম্বর ওয়ার্ডে। যেখানে ২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর তথা তৃণমূল ছাত্র পরিষদের নেতার মৃতদেহ উদ্ধার হলো তৃণমূলের কার্যালয় থেকে। যে ঘটনায় রীতিমতো শোকের ছায়া তৈরি হয়েছে গোটা নদীয়া জেলা জুড়ে।

জানা গিয়েছে, বৃহস্পতিবার হরিণঘাটা মোহনপুর বিধানচন্দ্র কৃষি বিদ্যালয়ের কাছেই তৃণমূল ছাত্র পরিষদের কার্যালয়ে ছিলেন রাকেশ পাড়ুই। আর সেখান থেকেই তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পুলিশ এসে সেই দেহ হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকেই তাকে মৃত বলে ঘোষণা করা হয়। তবে কি কারণে এমন তরতাজা তৃণমূল নেতা মৃত্যুবরণ করলেন, এর পেছনে রাজনৈতিক নাকি ব্যক্তিগত কারণ রয়েছে, তা নিয়েই ঘনীভূত হচ্ছে রহস্য।

এদিন গোটা ঘটনা নিয়ে প্রতিক্রিয়া দেন রানাঘাট জেলার পুলিশ সুপার আশিস মৌর্য। তিনি বলেন, “দলীয় কার্যালয় থেকে ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। দেহটি ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। অস্বাভাবিক মৃত্যুর মামলার রুজু করে তদন্ত শুরু হয়েছে। কোনো নির্দিষ্ট অভিযোগ পেলে সেই বিষয়টি খতিয়ে দেখা হবে।”