প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- সম্প্রতি আদালতের পক্ষ থেকে আরিয়াদহের ঘটনায় যুক্ত জয়ন্ত সিংহের বাড়ি ভাঙ্গার নির্দেশ দেওয়া হয়েছিল কামারহাটি পৌরভাকে। কিন্তু এখনও পৌরসভা সেই কাজ শুরু করেনি। যার ফলে তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। আর সেই জায়গায় দাঁড়িয়ে এবার সেই কাজ করার ক্ষেত্রে সঠিক জায়গায় টাইট দিলেই যে উপায় বের হয়ে যাবে, সেই কথা জানিয়ে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
বলা বাহুল্য, গতকাল নন্দীগ্রামে “মন কি বাত” এর অনুষ্ঠানে যোগ দেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর সেখানেই হাইকোর্টের পক্ষ থেকে আড়িয়াদহের জয়ন্ত সিংহের বাড়ি ভাঙার নির্দেশের পরেও তা কার্যকর না হওয়ায় ভয়ঙ্কর মন্তব্য করেন বিরোধী দলনেতা। তিনি বলেন, “এরা কাউকে মানে না। জয়ন্ত সিং ভোট লুট করে। ওর বাড়ি ভাঙবে না তো। মমতা ব্যানার্জি সংবিধানের চারটি স্তম্ভকেই মানে না। হাইকোর্ট যদি মুখ্য সচিব পুলিশ কমিশনার এবং কামারহাটি পৌরসভার চেয়ারম্যানকে জেলে ঢুকিয়ে দেয়, তাহলেই সব ঠিক হয়ে যাবে।”
বিশেষজ্ঞদের মতে, শুভেন্দু অধিকারী একদম সঠিক জায়গাটা ধরেছেন। সত্যিই তো তাই, এই রাজ্যে আদালত যখন নির্দেশ দিয়েছে, তার পরেও কেন তাদের নির্দেশ মানা হচ্ছে না? কেন কামারহাটি পৌরসভা সেই জয়ন্ত সিংহের বাড়ি ভাঙছে না? তার সঙ্গে কিসের এত ঘনিষ্ঠতা? স্বাভাবিকভাবেই বিরোধী দলনেতা যে কথা বললেন সেই মতো যদি হাইকোর্ট পদক্ষেপ নেয়, তাহলে আগামী দিন নবান্ন থরথর করে কাঁপতে শুরু করবে বলেই দাবি রাজনৈতিক বিশেষজ্ঞদের।