প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-রাজ্যে যেভাবে বাংলাদেশীদের বাড়বাড়ন্ত শুরু হয়েছে, যেভাবে রোহিঙ্গাদের অনুপ্রবেশ শুরু হয়েছে, তাতে সামনের বিধানসভা নির্বাচন নিয়ে চিন্তিত বিরোধীরা। আর সেই জায়গায় দাঁড়িয়ে এবার সন্দেহ হওয়া এক ব্যক্তিকে হাতেনাতে ধরলেন এক পুলিশ কর্মী। আর তার কাছ থেকেই উঠে এলো ভয়ংকর তথ্য। যে তথ্যের মাধ্যমে পুলিশ জানতে পারলো, সন্দেশখালির এক দালালের মাধ্যমেই রাজ্যে ঢুকেছে সেই বাংলাদেশি।

জানা গিয়েছে, গত ১৮ তারিখ ডিউটিতে যাওয়ার সময় রিজেন্ট পার্ক থানার এসআই সুষেন দাস একটি গাড়ির ধাক্কায় আহত হয়েছিলেন। আর তারপরেই তিনি গাড়ি চালক আজাদ শেখকে ধাক্কা মারার ব্যাপারে জিজ্ঞেস করতেই তিনি “জি স্যার” বলে মন্তব্য করেন। আর তার সেই কথা বলার ধরণ দেখেই সন্দেহ হয় সেই পুলিশ কর্তার। পরবর্তীতে তার কাছ থেকে বিভিন্ন তথ্য উদ্ধার করে পুলিশের কাছে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। জানা গিয়েছে, ওই বাংলাদেশি জাফর আলি শেখের মাধ্যমেই ভারতে থাকার জন্য নথি তৈরি করেছিল। এমনকি এক দালালের মাধ্যমে তিনি এপারে আসেন। কিন্তু কে সেই দালাল? বাংলাদেশী ওই গাড়ি চালকের দাবি, সন্দেশখালির এক দালাল, যাকে ঠিক করে দিয়েছিলেন জাফর আলি শেখ, তিনিই সমস্ত আধার কার্ডের মত তথ্য বের করে দিয়েছেন।

আর পুলিশের কাছে এই তথ্য উঠে আসার পরেই এবার সন্দেশখালির দিকেই বাড়তি নজর দিচ্ছে প্রশাসন। কারণ এই সন্দেশখালির দালালের মাধ্যমেই সমস্ত অবৈধ কাজ হত এবং এপারে এই বাংলাদেশি ভুয়ো নথি তৈরি করে চলে এসেছে। স্বাভাবিকভাবেই এটা যে একটা ব্যবসায় রূপান্তরিত হয়েছে, তা বলার অপেক্ষা রাখে না। তাই এখন সেই সন্দেশখালির সেই দালালের খোঁজে রীতিমত মরিয়া হয়ে উঠেছে পুলিশ। যদিও বা এখনও পর্যন্ত সেরকম কোনো খোঁজ পাওয়া যায়নি।