এখন পড়ছেন
হোম > আন্তর্জাতিক > কে রয়েছেন তাঁর অপহরণের নেপথ্যে? খোলসা করলেন পলাতক হিরে ব্যবসায়ী

কে রয়েছেন তাঁর অপহরণের নেপথ্যে? খোলসা করলেন পলাতক হিরে ব্যবসায়ী


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – পলাতক হিরে ব্যবসায়ী ও পিএনবি কেলেঙ্কারিতে অভিযুক্ত মেহুল চক্সির নামে ডোমিনিকার আদালতে দুটি মামলার শুনানি চলছে। তিনি বারবার অভিযোগ করেছেন, এন্টিগা থেকে ডোমিনিকাতে তাকে অপহরণ করে নিয়ে যাওয়া হয়েছিল। আর এর নেপথ্যে স্বয়ং তার বান্ধবী বারবারা জ্যাবরিকা। তাঁর অভিযোগ, বান্ধবি পরিকল্পনা করে তাকে ডোমিনিকাতে এনেছিলেন। তিনজন ভারতীয় তাকে এ কাজে সাহায্য করেছিলেন।

মেহুল চক্সি অভিযোগ করেছেন যে, তার বান্ধবী বারবারা জ্যাবরিকাই তাঁকে অপহরণ করিয়েছেন। গত ২৩ সে মে বিকেল বেলায় তিনি তার বান্ধবীর বাড়িতে গিয়েছিলেন। সেখানে বান্ধবী তাকে কিছুক্ষণ অপেক্ষা করার কথা জানান। এরপরই তার উপর ১০ জন পালোয়ান গোছের মানুষ ঝাঁপিয়ে পড়েন। প্রচণ্ড মারধর করা হয় তাকে। তার নাকে,মুখে, বুকে আঘাত করা হয়। তার মোবাইল ফোন ও দামি হাত ঘড়ি কেড়ে নেয় তারা। তবে, তার বান্ধবী সমস্ত দেখেও নীরব ছিলেন। তিনি অভিযোগ করেছেন, বান্ধবীর পরিকল্পনাতেই তাকে অপহরণ করা হয়েছিল।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অভিযোগ পাবার পর মেহুল চক্সির বান্ধবী বারবারা জ্যাবরিকার বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছে সরকার। তবে তার অপহরণের দাবি মেনে নেয়া হয়নি। তিনি অভিযোগ করেন, একটি নৌকায় করে তাকে অপহরণ করা হয়েছে। এর সঙ্গেই ছিল আরেকটি নৌকা। যেখানে তিন জন ভারতীয়কে তার বান্ধবীর সঙ্গে কথা বলতে দেখেছিলেন তিনি। তবে গোয়েন্দাদের অভিযোগ, কিউবা পলায়ন করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়েছেন মেহুল চক্সি। এখন তিনি মিথ্যে গল্প তৈরি করছেন।

অন্যদিকে, গত রবিবার আদালতে মেহুল চক্সি দাবি করেছেন যে, তিনি কোন আইন ভাঙ্গেন নি। তিনি আইন মেনে চলেন। আমেরিকায় চিকিৎসার কারণে তিনি ভারত ছেড়েছিলেন। যখন তিনি ভারত ছেড়েছিলেন তখন তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়নি। তাই তিনি পালিয়ে আসেন নি। দেশ যদি তার সাক্ষাৎকার নিতে চায়, তবে তিনি প্রস্তুত আছেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!