এখন পড়ছেন
হোম > জাতীয় > এবার দুর্নীতি প্রসঙ্গে একযোগে বিজেপি-তৃণমূলকে আক্রমণ করলেন সুজন চক্রবর্তী

এবার দুর্নীতি প্রসঙ্গে একযোগে বিজেপি-তৃণমূলকে আক্রমণ করলেন সুজন চক্রবর্তী

যাদবপুরের বাঘাযতীন এলাকায় আজ এক পথসভায় গিয়েছিলেন সুজন চক্রবর্তী।সেখান থেকে একযোগে বিজেপি ও তৃণমূলকে দুর্নীতি প্রশ্নে আক্রমণ করলেন তিনি। তিনি বলেন “BJP যেভাবে টাকা দিয়ে চলছে সেটা অন্যায়। মুখ্যমন্ত্রী খেয়াল রাখুন, সেটা যদি পাপের টাকা হয়, চিটফান্ডের টাকাটা কি পূণ্যের টাকা? TET দুর্নীতির টাকাটা কি পূণ্যের টাকা? ১০০ দিনের কাজের লুটের টাকাটা নির্বাচনে খরচের জন্য প্রস্তুত করছে। সেটা কি পূণ্যের টাকা? ওটা পাপের টাকা, এটাও পাপের টাকা। BJPও যেমন, তৃণমূলও তেমন। গল্প তো সহজ।” প্রসঙ্গত বাঁকুড়ায় এদিন মুখ্যমন্ত্রী বিজেপি সরকারের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ এনেছিলেন পাশাপাশি তিনি বলেছিলেন বিজেপির পেপার থাকায় হাত দিলে উগ্রপন্থী হতে হবে। এদিন সেই বিষয়েও সুজনবাবু বলেন, “মুখ্যমন্ত্রী ঠিকই বলেছেন। তবে, অর্ধেক সত্য বলেছেন। অর্ধেকটা বলেছেন, বাকি অর্ধেকটা বলেননি।”এরপর কেন্দ্রকে বিঁধে বলেন ব্যাঙ্কের নতুন বিল আঁচে কেন্দ্র। আর তার ফলে মানুষের টাকা লুঠ হবার আশঙ্কা রয়েছে। ফলে এই বিলের বিরুদ্ধে আমরা সরব হয়েছি।আর যদি এই বিল বন্ধ না করা হয় তবে বৃহত্তর আন্দোলনে নামবে বামফ্রণ্ট।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!