এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > খড়্গপুর তৃণমূলের দখলে আনতে আসরে শুভেন্দু অধিকারী, নিতে চলেছেন বড়সড় পদক্ষেপ

খড়্গপুর তৃণমূলের দখলে আনতে আসরে শুভেন্দু অধিকারী, নিতে চলেছেন বড়সড় পদক্ষেপ

নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে আগামী 25 শে নভেম্বর খড়্গপুরের উপনির্বাচন হতে চলেছে। ইতিমধ্যে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই কেন্দ্রের জন্য প্রার্থীর নাম ঘোষণা হয়েছে। তবে তৃণমূল কংগ্রেস এবার লোকসভা ভোটের বিপর্যয় থেকে শিক্ষা নিয়ে পুরনো ও স্থানীয়দের নির্বাচনের প্রার্থী হিসেবে নিযুক্ত করার সিদ্ধান্ত নিয়েছিল আগেই।

সেই হিসাবে এবার খড়গপুর পৌরসভার চেয়ারম্যান প্রদীপ সরকারকে প্রার্থী হিসেবে দাঁড় করানো হয়েছে। আর এবার নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার দিন তৃণমূল মহল থেকে আসরে নামতে চলেছেন মন্ত্রী শুভেন্দু অধিকারী।

কথামতো, সোমবার খড়্গপুরে তৃণমূল প্রার্থীর মনোনয়ন পেশ করা হবে। আর এই পরিপ্রেক্ষিতে রীতিমতো মিছিল করে এসডিও অফিসে যাওয়া হবে বলে ঠিক হয়েছে। পরিকল্পনা অনুযায়ী সমস্ত প্রস্তুতি শুরু হয়ে গেছে। ইতিমধ্যে চেয়ারম্যানের অফিসের সামনে তৈরি হচ্ছে ট‍্যাবলো। তার সঙ্গে আছে হুডখোলা গাড়ি। সেই গাড়িতে মন্ত্রী শুভেন্দু অধিকারি ও প্রার্থী প্রদীপ সরকার থাকবেন বলে মনে করা হচ্ছে।

এ ব্যাপারে তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি জানিয়েছেন, মনোনয়ন জমা দেওয়ার দিন রাম মন্দির থেকে একটি মিছিল শুরু হবে এবং সেটি শহরের বিভিন্ন এলাকা ঘুরে এসডিও অফিস পর্যন্ত যাবে। মিছিলে শুভেন্দু অধিকারীর থাকার কথা রয়েছে। সূত্রের খবর, শহরের বিভিন্ন এলাকায় হুডখোলা গাড়িতে প্রার্থী ও শুভেন্দু বাবু ঘুরে এসডিও অফিসে পৌঁছাবেন। সঙ্গে থাকবেন 35 টি ওয়ার্ডের নেতা ও কর্মীরা। এছাড়াও জেলার বিভিন্ন নেতা, বিধায়ক সহ জনপ্রতিনিধিরাও এই মিছিলে উপস্থিত থাকবেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে, ওই একই দিনে মনোনয়নপত্র জমা দেওয়ার কথা কংগ্রেস প্রার্থী চিত্ত রঞ্জন মন্ডলের। এদিন নির্বাচন কমিটির আহ্বায়ক দেবাশিস ঘোষ এর কথা থেকে জানা গেছে, এআইসিসি ও প্রদেশ কংগ্রেস নেতৃত্ব ঐদিন উপস্থিত থেকে মনোনয়নপত্র জমা করবেন। প্রতিটি ওয়ার্ড থেকেই কংগ্রেস কর্মীরা ও বামফ্রন্ট কর্মীরা দুই দলের জেলা নেতৃত্ব সমেত মিছিল করে এসডিও অফিসে যাবেন বলে জানা গেছে।

খড়গপুর কেন্দ্রে বরাবরই জোর হচ্ছে বিজেপির। 2014 বিধানসভা ভোটে বিজেপির পক্ষ থেকে দিলীপ ঘোষ প্রথম খড়গপুর অধিগ্রহণ করেন, আর লোকসভা ভোটে বিজেপি তার জয়ের ধারা অব্যাহত রাখে। নির্বাচনে জিতে দিলীপ ঘোষ সাংসদ হিসাবে যোগদান করেন। খড়্গপুরে দিলীপ ঘোষের বিধায়কের জায়গাটি পূর্ণ করতেই এই উপনির্বাচনের আয়োজন। তাই বলাই বাহুল্য খড়গপুর কালক্রমে বিজেপির গড় হিসেবেই পরিচিত হয়েছে।

এবারেও তাই উপনির্বাচনের জয়ের ধারা বজায় রাখতে বিজেপি সমগ্র শক্তি নিয়ে ঝাঁপাবে বলে মনে করা হচ্ছে রাজনৈতিক মহল থেকে। আর সেই শক্তিকে প্রতিরোধ করার জন্য তৃণমূল আঁটঘাট বেধে নির্বাচনী যুদ্ধে নেমেছে খড়গপুরে। রাজনৈতিক মহলের মতে, খড়্গপুরে যদি বিজেপিকে তৃণমূল হারাতে পারে, তাহলে তাদের রাজনৈতিক জোর অনেকটাই বেড়ে যাবে।

মূলত খড়গপুর কেন্দ্রে তৃণমূল কংগ্রেস ও বিজেপির প্রেস্টিজ ফাইট হতে চলেছে বলে মনে করা হচ্ছে। আপাতত বিজেপির শক্ত ঘাঁটি খড়গপুর বিজেপির দখলেই থাকে নাকি তৃণমূল কংগ্রেস সেই গড় অধিগ্রহণ করে, সেদিকে নজর থাকবে পরিদর্শক মন্ডলীর।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!