এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > রাজ্যের অন্যতম হেভিওয়েট বিজেপি নেতাকে নিয়ে ক্রমশই বিতর্কের পারদ চড়ছে, দলে থাকা নিয়ে একাধিক প্রশ্ন

রাজ্যের অন্যতম হেভিওয়েট বিজেপি নেতাকে নিয়ে ক্রমশই বিতর্কের পারদ চড়ছে, দলে থাকা নিয়ে একাধিক প্রশ্ন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিধানসভা নির্বাচনে তৃণমূলের জয়ের পর থেকেই শোনা যাচ্ছে গেরুয়া শিবির থেকে অনেকেই তৃণমূলের ফেরার জন্য পা বাড়িয়ে আছেন। সূত্রের খবর, তিনজন সাংসদ এবং 7 জন বিধায়ক এই তালিকায় রয়েছেন। তবে এখনো পর্যন্ত এ বিষয়ে কিছু জানা যায়নি বিশদে। তবে গুঞ্জন শুরু হয়েছে বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায়কে নিয়ে। বিগত কয়েক দিন ধরেই মুকুল পত্নীকে হাসপাতালে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দেখতে যাওয়া এবং সেখানে শুভ্রাংশু রায়ের সঙ্গে কথোপকথন বাংলার রাজনীতিতে অন্যতম বিতর্ক উস্কে দিয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। মুকুল রায় সম্পর্কে এর আগেও শোনা গিয়েছিল তিনি তৃণমূলে চলে যাবেন।

কিন্তু মুকুল রায় সেসময় আশ্বস্ত করেছিলেন, তিনি বিজেপিতেই থাকবেন বলে। এবারেও প্রকাশ্যেই তিনি একথাই জানিয়েছেন। যদিও সে ব্যাপারে রাজনৈতিক মহল বিশেষ গুরুত্ব দিচ্ছেনা, কারণ মুকুল রায়ের সাম্প্রতিক রাজনৈতিক আচরণ সবথেকে বড় প্রশ্নের জন্ম দিয়েছে। বিধানসভা নির্বাচনের আগে এবং বিধানসভা নির্বাচনে জয় পাওয়ার পরেও মুকুল রায়কে দলের হয়ে আর বিশেষ কিছু বলতে শোনা যায়নি। পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাসপাতালে যাওয়ার পর শুভ্রাংশু রায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশংসায় পঞ্চমুখ হয়েছে। শুধু শুভ্রাংশুই নন, মুকুল রায় পর্যন্ত অভিষেকের হাসপাতালে যাওয়াকে স্বাভাবিক ঘটনা বলেই বর্ণনা করেছেন।

দীর্ঘদিন ধরেই মুকুল রায়ের স্ত্রী করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। যদিও তিনি এখন করোনামুক্ত কিন্তু তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়েছে। মুকুল শিবিরের অভিযোগ, এতদিন পর্যন্ত মুকুল রায়ের স্ত্রীর কোনো খোঁজখবর নেয়নি রাজ্য বিজেপি নেতারা। একই অভিযোগ শোনা গিয়েছিল শুভ্রাংশুর গলাতেও। ঠিক সেই সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় হাসপাতালে মুকুল পত্নীকে দেখতে গিয়ে বড়োসড়ো মাস্টারস্ট্রোক দিয়েছেন বলে দাবি করছেন রাজনীতির কারবারিরা। সূত্রের খবর- মুকুল রায় ঘনিষ্ঠমহলে জানিয়েছেন, শুভ্রাংশু এবং অভিষেক ছোটবেলার বন্ধু। তাই শুভ্রাংশুর প্রতি অভিষেকের এই আচরণ খুব স্বাভাবিক।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রসঙ্গত উল্লেখ্য, এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই সংঘাতের জেরে মুকুল রায় কিন্তু দল ছেড়েছিলেন। অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুকুল পত্নীকে দেখে বেরিয়ে যাবার পরেই হাসপাতলে পৌঁছান রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। অবশ্য সেসময় হাসপাতালে মুকুল রায় বা শুভ্রাংশু রায় কেউই ছিলেন না বলে জানা গেছে। কিন্তু মুকুল রায় দিলীপ ঘোষের হাসপাতালে পৌঁছানো নিয়ে পাল্টা বিতর্ক তৈরি করেছেন। পাল্টা প্রতিক্রিয়া দিয়েছেন রাজ্য বিজেপি সভাপতিও। জানা গেছে, দিলীপ ঘোষের পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পর্যন্ত ইতিমধ্যে মুকুল রায়কে ফোন করে খোঁজ নিয়েছেন তাঁর স্ত্রীর। মুকুল রায় নিজেও জানিয়েছেন, অমিত শাহ, জেপি নাড্ডাও খোঁজ নিয়েছেন।

তবে সূত্রের খবর, মুকুল রায়কে ধরে রাখতে ইতিমধ্যেই বিজেপির উচ্চস্তরে শুরু হয়েছে আলোচনা। অন্যদিকে রাজ্য বিজেপি নেতাদের সঙ্গে কিন্তু সেভাবে আর ঘনিষ্ঠতা নেই বলেই বোঝা যাচ্ছে মুকুল দিলীপ সংঘাতে। সব মিলিয়ে রাজনৈতিক মহলের অনেকেই মনে করছেন, মুকুল রায় কিংবা শুভ্রাংশু রায়ের তৃণমূলে ফিরে আসা শুধুমাত্র সময়ের অপেক্ষা। তবে এখনো পর্যন্ত মুকুল রায় তাঁর বা তাঁর ছেলের তৃণমূলে ফেরা নিয়ে কোনরকম মন্তব্য করেননি। অন্যদিকে মনে করা হচ্ছে মুকুল রায় যদি তাঁর অনুগামীদের নিয়ে আবার তৃণমূলে যান, তাহলে সেক্ষেত্রে বাংলায় গেরুয়া শিবিরের বড়োসড়ো ধ্বস নামতে চলেছে। আপাতত কি হতে চলেছে তা সময়ই বলবে আর সেদিকেই এখন কড়া নজর রাজ্যের ওয়াকিবহাল মহলের।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!