এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল >  “খুব তাড়াতাড়ি বিদ্রোহে জেরবার হবে তৃণমূল” ভয়াবহ ইঙ্গিত সুকান্তর!

 “খুব তাড়াতাড়ি বিদ্রোহে জেরবার হবে তৃণমূল” ভয়াবহ ইঙ্গিত সুকান্তর!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-ব্যারাকপুর শ্যুটআউটের ঘটনা নিয়ে রীতিমতো একের পর এক তৃণমূলের হেভিওয়েট নেতাদের মন্তব্য চাপে ফেলছে শাসক দলকে। ইতিমধ্যেই অর্জুন সিংহ পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। আর এই পরিস্থিতিতে গোটা বিষয় নিয়ে তৃণমূলের অস্বস্তি আরও দ্বিগুণভাবে বাড়িয়ে দিলেন বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ সুকান্ত মজুমদার। তিনি ইঙ্গিত দিলেন যে, আগামী দিনে আরও অনেকে বেসুরো হতে চলেছে।

প্রসঙ্গত, এদিন অর্জুন সিংহের বেসুরো মন্তব্য নিয়ে সুকান্ত মজুমদারকে একটি প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তরে বিজেপির রাজ্য সভাপতি বলেন, “দেখুন, এখন কিছু কিছু মানুষ বেসুরো হচ্ছে। আগামী দিনে আরও অনেকেই বেসুরো হবেন। শুধু দেখতে থাকুন‌। কারণ যা চলছে, সেটা ডামাডোলের মধ্যে চলছে। কিছুদিনের মধ্যেই তৃণমূলে মুশলপর্ব শুরু হবে।”

বিশেষজ্ঞদের মতে, বিজেপির রাজ্য সভাপতি এই বক্তব্যের মধ্যে দিয়ে কি আগামী দিনের তৃণমূলের বিদ্রোহের ভয়াবহ ইঙ্গিত দেওয়ার চেষ্টা করলেন! কারণ আর যাই হোক, বর্তমানে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দুটি পৃথক গোষ্ঠী তৃণমূলে কাজ করছে বলে দাবি সমালোচক মহলের। অনেক পুরনো নেতারা পিছনের সারিতে চলে যাচ্ছেন, আর তারাই বিদ্রোহ করছেন বলে মনে করা হচ্ছে।

আর এই পরিস্থিতিতে ব্যারাকপুর শ্যুট আউটের ঘটনা নিয়ে একের পর এক তৃণমূল নেতার মন্তব্যের হাতিয়ার করে আগামী দিনে যে বিদ্রোহে জেরবার হয়ে যেতে চলেছে রাজ্যের দল, তা বোঝানোর চেষ্টা করলেন বিজেপির রাজ্য সভাপতি। তবে সুকান্ত মজুমদারের এই বক্তব্যে কতটা চাপে পড়ে শাসক দল, সেদিকেই নজর থাকবে সকলের।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!