প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- আরিয়াদহ কাণ্ডের পরেই সেখানকার মূল পান্ডা জয়ন্ত সিংহের নাম উঠে আসে। তারপর তার সঙ্গে তৃণমূলের নেতাদের ঘনিষ্ঠতা নিয়ে বিভিন্ন চর্চা হয় রাজ্য রাজনীতিতে। আর এবার সেই জয়ন্ত সিংহের বাড়ি ভাঙ্গার নির্দেশ দেওয়ার পরেও কলকাতা হাইকোর্টের নির্দেশ বলবৎ না হওয়ায় তৃণমূল পরিচালিত পৌরসভার ভূমিকা নিয়ে উঠতে শুরু করেছে প্রশ্ন।
প্রসঙ্গত, ইতিমধ্যেই আরিয়াদহ কান্ডের জয়ন্ত সিংহের বাড়ি ভেঙে ফেলার ব্যাপারে কড়া নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। যেখানে আদালতের পক্ষ থেকে স্পষ্ট ভাষায় জানিয়ে দেওয়া হয়েছে, চার সপ্তাহের মধ্যে এই জয়ন্ত সিংহের বাড়ি ভেঙে ফেলতে হবে। কিন্তু এখনও পর্যন্ত সেই কাজ শুরু হয়নি বলেই জানা যাচ্ছে। যার ফলে যেখানে আদালত নির্দেশ দিয়েছে, সেখানে কেন পৌরসভা এই কাজ করছে না, কেন তাদের এই গাফিলতি, তা নিয়ে সোচ্চার বিরোধীরা।
যদিও বা পৌরসভার পক্ষ থেকে দেওয়া হচ্ছে খেলো খেলো যুক্তি। কামারহাটি পৌরসভার পক্ষ থেকে জানানো হয়েছে, যে পরিমাণ সুবিশাল বাড়ি রয়েছে, তাতে তা ভাঙ্গার মত পরিকাঠামো নেই। আর যেহেতু সরু গলিতে বাড়ি, তাই সেখানে বাড়ি ভাঙার জন্য যে সরঞ্জাম সেখানে নিয়ে যাওয়া প্রয়োজন, তা নিয়ে যাওয়ার মত পরিস্থিতি নেই। আর সেই কারণেই এই কাজ করা সম্ভব হচ্ছে না।
আর এখানেই বিশেষজ্ঞরা বলছেন, কিভাবে বাড়ি ভাঙ্গা হবে, সেটা আদালতের দেখার কাজ নয়। আদালত নির্দেশ দিয়েছে, এখন সেই কাজ করতে হবে পৌরসভাকে। তাই এই সমস্ত খেলো খেলো যুক্তি দিয়ে পৌরসভা কি জয়ন্ত সিংকে বাঁচানোর চেষ্টা করছে? তার বাড়ি রক্ষা করার চেষ্টা করছে! যদি আগামী দিনে আদালতের এই নির্দেশ নির্দিষ্ট সময়ের মধ্যে বলবৎ না করতে পারে তৃণমূল পরিচালিত এই পৌরসভা, তাহলে তাদের কপালে যে ভয়ংকর পরিণতি অপেক্ষা করছে, সেই ব্যাপারে নিশ্চিত ওয়াকিবহাল মহল।