এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > কৃষিবিল প্রত্যাহারে মমতাকে বার্তা সুজনের! সচেতন হওয়ার ইঙ্গিতে জল্পনা!

কৃষিবিল প্রত্যাহারে মমতাকে বার্তা সুজনের! সচেতন হওয়ার ইঙ্গিতে জল্পনা!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- শুক্রবার সকলকে চমকে দিয়ে বহু বিতর্কিত কৃষি বিল প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর তারপরেই বিরোধী থেকে শুরু করে আন্দোলনকারীরা দাবি করছেন, এই জয় গোটা দেশের জয়। কৃষক সমাজের জয়। স্বাভাবিকভাবেই বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলগুলো বিজেপিকে কটাক্ষ করে প্রতিক্রিয়া দিতে শুরু করেছেন। আর সেই ব্যাপারে প্রতিক্রিয়া দিতে গিয়ে কৃষি বিলের বিরোধিতা করার পাশাপাশি তৃণমূল নেত্রী তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বার্তা দেওয়ার চেষ্টা করলেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। যাকে ঘিরে গুঞ্জন ক্রমশ বাড়তে শুরু করেছে রাজ্য রাজনীতিতে। যেখানে কেন্দ্রীয় সরকারকে নত স্বীকার করার কথা বলার পাশাপাশি চোখ রাঙিয়ে সব জিনিস বেশি দিন চলে না বলে মমতা বন্দ্যোপাধ্যায়কেও বার্তা দেওয়ার চেষ্টা করলেন এই সিপিএম নেতা।

সূত্রের খবর, এদিন এই ব্যাপারে প্রতিক্রিয়া দেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। যেখানে তিনি বলেন, “অগত্যা বাধ্য হয়ে নতি স্বীকার করল দিল্লি সরকার। মোদীজি নাকি দারুণ পরাক্রমশালী। দারুন ক্ষমতাশালী। তার ঔদ্ধ্যত্বের পরাজয় হল। মানুষের লড়াইয়ের জয় হলো। কৃষক সংগ্রামে্য জয় হলো। আর এরপরেই মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে সুজনবাবু বলেন, “মমতা দিদি কি খেয়াল করতে পারছেন, চোখ রাঙিয়ে সব জিনিস বেশি দিন চলে না। কৃষক আন্দোলনে অন্তত 600 জন কৃষক মারা গিয়েছে। কৃষকের ওপর বিজেপি নেতারা পিষে দিয়ে মেরেছে। কোনো ব্যবস্থা নেয়নি বিজেপি সরকার।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিশেষজ্ঞরা বলছেন, কেন্দ্রকে বার্তা দেওয়ার পাশাপাশি এইক্ষেত্রে রাজ্যকেও বার্তা দেওয়ার চেষ্টা করলেন এই সিপিএম নেতা। তিনি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলেন যে, রাজ্যে স্বৈরাতান্ত্রিক শাসন চলছে। মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকার প্রতি মুহূর্তে বিরোধীদের কণ্ঠরোধ করছে। তাই এই কন্ঠরোধ যে সাময়িট, বেশিদিন যে এইভাবে চুপ করিয়ে রাখা যায় না, তা কৃষি বিল প্রত্যাহারের ঘটনার মধ্যে দিয়েই তৃণমূল নেত্রী তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে বার্তা দেওয়ার চেষ্টা করলেন সুজনবাবু বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!