এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > লোকসভায় বড় জয়, সেলিব্রেশন শেষে আজই বড় পদক্ষেপ নেবেন মমতা?

লোকসভায় বড় জয়, সেলিব্রেশন শেষে আজই বড় পদক্ষেপ নেবেন মমতা?


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- লোকসভায় বাংলায় অভূতপূর্ব জয় পেয়েছে তৃণমূল কংগ্রেস। এত আসন পেয়ে তারা যে লোকসভায় একটা নির্ণায়ক শক্তির কাছাকাছি চলে যাবে, এটা স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়ও ভাবতে পারেননি। রাজ্যের ৪২ টি আসনের মধ্যে ২৯ টি আসন দখল করেছে ঘাসফুল শিবির। তবে ১২ টি আসন যেটা বিজেপি পেয়েছে, সেখানেও অনেক আসন তৃণমূলের পাওয়ার কথা থাকলেও, তারা তা পায়নি।

আর এই পরিস্থিতিতে লোকসভায় জয়ী সমস্ত প্রার্থীদের সঙ্গে আজ কালীঘাটের বাসভবনে বৈঠকে বসতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেখান থেকেই আগামী দিনে লোকসভায় কি করে দলের প্রতিনিধিরা সোচ্চার হবেন, তা নিয়ে বড় সিদ্ধান্ত হতে পারে বলে খবর। তবে শুধু জয়ী প্রার্থীরা নয়, যে সমস্ত জায়গায় দল পরাজিত হয়েছে, সেখানকার জেলা সভাপতি এবং চেয়ারম্যান দেরকেও আজকের বৈঠকে আসতে বলা হয়েছে।

সূত্রের খবর, আজ বিকেল চারটায় কালীঘাটের বাসভবনে সমস্ত জয়ী প্রার্থীদের নিয়ে বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। যেখানে থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। অনেকে মনে করছেন, আজকের বৈঠক থেকেই আগামী ২০২৬-এর রণনীতি ঠিক করে দেওয়া হতে পারে। লোকসভার মত যাতে বিধানসভাতেও বিপুল জয় আসে, তার ফর্মুলা এখন থেকেই তৈরি করে দিতে পারেন তৃণমূল নেত্রী।

পাশাপাশি কিভাবে জাতীয় রাজনীতিতে দল বিজেপির বিরুদ্ধে সোচ্চার হবে, সেই বিষয়টিও স্পষ্ট করে দেওয়া হবে আজকের বৈঠক থেকেই। তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে আজকে তৃণমূলের জয়ী সদস্যদের নিয়ে এই বৈঠক যে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে চলেছে, সেই ব্যাপারে নিশ্চিত রাজনৈতিক মহল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!