এখন পড়ছেন
হোম > জাতীয় > মুকুল রায়কে কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়া নিয়ে প্রশ্ন তুলে বড়সড় বিপাকে রাজ্য সরকার

মুকুল রায়কে কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়া নিয়ে প্রশ্ন তুলে বড়সড় বিপাকে রাজ্য সরকার


মুকুল রায়’র নিরাপত্তা সংক্রান্ত প্রশ্ন তুলে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা করা হয় । যার প্রেক্ষিতে এদিন রাজ্য সরকার জানিয়ে দিল মুকুল রায়কে নিরাপত্তা দিতে প্রস্তুত রাজ্য সরকার। প্রসঙ্গতঃ ২০১৭ সালের ২৪ শে নভেম্বর বিধাননগর পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দেবরাজ চক্রবর্তী কতগুলি প্রশ্নের উত্তরের দাবিতে প্রথম একটি জনস্বার্থ মামলা দায়ের করেন। তাঁর প্রশ্ন ছিলো বিজেপি নেতা মুকুল রায়ের ” Y ” ক্যাটাগরি নিরাপত্তা কেন?

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

কেন রাজ্যের মানুষের টাকায় কেন একজন রাজনীতিককে এই নিরাপত্তা দেওয়া হবে ? এরপরে ডিসেম্বর মাসে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে মামলার শুনানিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে রিপোর্ট চাওয়া হয়। শুধু তাই নয় একই সাথে কোন পরিপ্রেক্ষিতে মুকুল রায়কে ” Y” ক্যাটাগরি নিরাপত্তা দেওয়া হয়েছে সে বিষয়েও জিজ্ঞাসাবাদ করা হয়। মামলার শুনানিতে অ্যাডিশনাল সলিসিটর জেনারেল কৌশিক চন্দ্র জানিয়েছিলেন মুকুল রায় নিজেই তাঁর ওপর প্রানঘাতী হামলা হতে পারে এই আশঙ্কার কথা জানিয়ে নিজেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে চিঠি দেন।

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

৩রা মার্চ ২০১৮ সালে মামলার পরবর্তী শুনানিতে মুকুল রায়ের পক্ষের আইনজীবী পার্থ ঘোষ আদালতকে জানান বিজেপি নেতা মুকুল রায় যখন তৃণমূল কংগ্রেসে ছিলেন তখন তাঁকে রাজ্য সরকারের তরফ থেকে নিরাপত্তা দেওয়া হয়। কিন্তু মামলাকারী দেবরাজ চক্রবর্তী সেই সময়ে কোনো সওয়াল করেননি কেনো। এরপরে এই মামলার আরোও বেশ কয়েকটি শুনানি হয়েছে। অবশেষে ২২ শে জুন সমস্ত বাক বিতন্ডার অবসান ঘটিয়ে মামলার শুনানিতে রাজ্যের পক্ষে অ্যাডিশনাল অ্যাডভোকেট জেনারেল অভ্রতোষ মুখোপাধ্যায় আদালতে জানান রাজ্যসরকার বিজেপি নেতা মুকুল রায়ের নিরাপত্তা দিতে প্রস্তুত। তবে তাঁরা কবে থেকে তাঁর নিরাপত্তা দেবেন তা আগামী ৬ ই জুলাই আদালতে জানাবেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!