এখন পড়ছেন
হোম > রাজ্য > শুভ্রাংশুর দলীয় সভায় আমন্ত্রণ না পাওয়া নিয়ে মুখ খুললেন মুকুল

শুভ্রাংশুর দলীয় সভায় আমন্ত্রণ না পাওয়া নিয়ে মুখ খুললেন মুকুল


তৃণমূলের সভায় ডাক পান নি বলে অভিযোগ করেছিলেন মুকুল পুত্র শুভ্রাংশু রায়। দুর্গাপুরে সভা করতে এসে এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই প্রসঙ্গে মুখ খোলেন তিনি। এদিন স্পষ্ট জানান যে ” শুভ্রাংশু একটি আলাদা ব্যক্তিত্ব, সে সাবালক, অতএব এই প্রশ্নটি তাঁকে করলেই হয়। এরপর কটাক্ষের ভঙ্গিতে মুকুল বলেন, জয়ন্ত সিনহার কাছে যশবন্ত সিনহার প্রশ্ন তো করা যায় না!”  প্রসঙ্গত,মুকুল রায়ের বিজেপিতে যোগদানের পর থেকেই দল থেকে ক্রমশ দূরত্ত্ব বেড়েছে মুকুল পুত্র তথা বীজপুরের তৃণমূল বিধায়ক শুভ্রাংশু রায়ের। যদিও তিনি বার বার বলেছেন তিনি তৃণমূলের উপর সর্বোপরি নেত্রীর উপর পূর্ণ আস্থা রাখেন তবুও তাঁকে নিয়ে বিতর্ককাম হয়নি। আর তার পর অনেক সভাতে ডাক পাননি। অনুপস্থিত ছিলেন। এবার আবার সেই একই অভিযোগ উঠলো।অভিয্যগ করলেন তিনি নিজে। বারাসাতে মুক্ষমন্ত্রীর ডাকা প্রশাসনিক বৈঠকে অনুপস্থিত ছিলেন শুভ্রাংশু। তাঁর অনুপস্থিতির প্রশ্ন উঠলে তিনি অভিযোগ সহকারে জানান ‘‘আমি গিয়েছিলাম। কিন্তু বৈঠকে ঢুকতে পারিনি। সাধারণত এসডিও অফিস বা দলীয় স্তরে জেলা অফিস থেকে ফোন আসে এই ধরনের বৈঠকে। সেটাও পাইনি। আমার কাছে কাছারি ময়দানের অনুষ্ঠানের আমন্ত্রণপত্র এসেছিল।’’

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!