এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > নেতাজি ইনডোর থেকে কড়া বার্তা মমতার ! অভিযোগ আসলে কেটে যেতে পারে নাম !

নেতাজি ইনডোর থেকে কড়া বার্তা মমতার ! অভিযোগ আসলে কেটে যেতে পারে নাম !


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট –  দোড়গোড়ায় কড়া নাড়ছে পঞ্চায়েত নির্বাচন। আর এবার সেই পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করেই শক্ত হাতে দলের হাল ধরলেন তৃণমূল সুপ্রিমো। প্রসঙ্গ উল্লেখ্য যে বর্তমান বিভিন্ন ইস্যুতে রাজ্যের শাসক দলকে আক্রমণ শানাচ্ছে বিরোধী দলের নেতা নেত্রীরা। যেখানে দেখা যাচ্ছে শাসক দলের নেতাদেরকে তীব্র কটাক্ষ করেছেন বিরোধী শিবির। আর এবার এমত পরিস্থিতিতে বৃহস্পতিবার নেতাজি ইনডোর স্টেডিয়ামে থেকে নিজ দলের নেতা কর্মীদেরকে কড়া বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

যেহেতু সামনে রয়েছে পঞ্চায়েত নির্বাচন আর ঠিক তার আগেই এবার দলের টিকিট পাওয়া নিয়ে শোরগোল পড়েছে শাসক দলের নেতা কর্মীদের মধ্যে। তবে এদিন নেতাজি ইনডোর স্টেডিয়ামে থেকে  মমতা নেতানেত্রীদের কড়া বার্তা দিয়ে বলেন “অনেক কাউন্সিলরের নামে অভিযোগ পাচ্ছি। টিকিট দেওয়া হয়েছে দল এবং মানুষের জন্য কাজ করতে, নিজের জন্য কাজ করতে না। যদি বেশি অভিযোগ আসে একদিন সকালে উঠে দেখবেন নামটা কেটে গিয়েছে।”

সেইসাথে তিনি আরো জানান যে “তৃণমূলের ৯৯.৯% মানুষ এখনও সত্‍। দু’একজনের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে তার ব্যবস্থা আইন নেবে। এর জন্য সকলকে কুত্‍সা করা ঠিক নয়।”স্বভাবতই এদিনের বক্তব্যের মাধ্যমে তৃণমূল সুপ্রিমো পঞ্চায়েত ভোটের পূর্বে নেতানেত্রীদের সাধারণ মানুষের জন্য কাজ করার বার্তার পাশাপাশি বেশি অভিযোগ পেলেই দল থেকে নাম কেটে দেওয়ার হুঁশিয়ারিও দিয়ে রাখলেন বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ । তবে এখন দেখার বিষয় আগামীতে গোটা পরিস্থতি কোন দিকে গড়ায় সেদিকে নজর থাকবে সকলের ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!